সংক্ষিপ্ত

বারুইপুর থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা BESCO-তে হটাৎ বিস্ফোরণ ঘটে।

সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় বিস্ফোরণের (Explosion) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা (railway parts factory) BESCO-তে হটাৎ বিস্ফোরণ ঘটে। কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে কারখানার পনেরোজন শ্রমিক কমবেশি জখম হন। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে জানেন, মজার প্রশ্নে হোঁচট খাচ্ছেন ৯৯ শতাংশ মানুষ

Gold Price Drops- এক ধাক্কায় কমল চার হাজার টাকা, সোনা কেনার দারুণ সুযোগ আজ

মৃত্যুর পরের এক ঘন্টায় দেহের সাথে কী কী হয়, না শুনলে বিশ্বাস করবেন না

এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কথা বলা হচ্ছে অন্যান্য কর্মীদের সঙ্গে। কারখানায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।