সংক্ষিপ্ত

ভ্যালেন্টাইনস ডে নিয়ে এক ভুয়ো নোটিশকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই নোটিশে বলা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ফেস্ট হবে বিশ্ববিদ্যালয়ে । 
 

ছাত্র রাজনীতি হোক বা সেরা প্লেসমেন্ট বারেবারেই খবরের শিরোনামে থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু এবার ভ্যালেন্টাইনস ডে নিয়ে এক ভুয়ো নোটিশকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ওই নোটিশে বলা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ফেস্ট (February 14 Valentine's Day Fest) হবে বিশ্ববিদ্যালয়ে (Valentine's Day Fest will be at the university) । আর তার জন্য আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি বিভাগের ছাত্র ছাত্রীদের তাঁদের নিজ নিজ 'ভ্যালেন্টাইন' খুঁজে নিতে বলা হয়েছে ওই নোটিশে। সই রয়েছে রেজিস্ট্রারের। এদিকে এই নোটিশ ঘিরেই এদিন সকাল থেকে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া।  


এদিকে ঘটনার কথা শোনা মাত্রই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংরেজিতে ছাপা এই নোটিশটি দেখে অবশ্য ভুয়ো বলে বোঝার উপায় নেই । এমনকী গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ছাড়া ফেস্টে প্রবেশ নিষিদ্ধ বলেও স্পষ্ট উল্লেখ্য করা হয়েছে ওই নোটিশে।  এমনকি এর জন্য রেজিস্ট্রেশন করতে হলেও কেউ ‘সিঙ্গল’ থাকলে চলবে না। প্রেমিক বা প্রেমিকাকে খুঁজে নিতে পারা যাবে যে কোনও বর্ষের যে কোনও শাখা বা বিভাগ থেকেই। তবে একা এই ফেস্ট-এ যোগ দেওয়া সম্ভব নয়। এই নোটিশ নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। তবে কে বা কারা এই কাজটি করেছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 
আরও পড়ুন- CISCE ৭ ফেব্রুয়ারি ICSE, ISC-র প্রথম সেমিস্টারের ফল প্রকাশ করছে, কোথায় কীভাবে দেখবেন জানুন
এদিকে এই নোটিশে প্রথমে রেজিস্টারের সই দেখে অনেকেই আসল বিজ্ঞপ্তি ভেবে বসেন। যদিও গোটা বার্তাটি পড়ে বোঝা যায় এটি ভুয়ো। এরপরেই বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের দাবি মজার ছলে করে থাকলেও বিশ্ববিদ্যালয়ের নাম এভাবে ব্যবহার করা অপরাধ। তাই যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের তরফে। ইতিমধ্যেই যাদবপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে করোনা কাঁটার জেরে ফের দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ফের খুলেছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে বিশ্ববিদ্যালয় খুলতে না খুলতেই যাদবপুরে শুরু হয়ে গিয়েছে সেমিস্টার পরীক্ষা। এদিকে তার মধ্যে ও সরস্বতী পুজোর আবহে এই নোটিশ ঘিরে বর্তমানে চর্চা তুঙ্গে। 
আরও পড়ুন- গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন, কাঠগড়ায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন