নভেম্বর জুড়ে পাহাড়ে রাজ্যপাল জগদীপ ধনখড় দার্জিলিঙের রাজভবনে দীপাবলির সেলিব্রেশন ট্যুইটে ছবি শেয়ার করলেন রাজ্যপাল পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনের ছবি
পাহাড়ে রাজনীতির সমীকরণ বদল হতেই পাহাড়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোটা নভেম্বর মাস জুড়ে দার্জিলিঙের রাজভবনে থাকছেন তিনি। এবার দীপাবলির উৎসব সেখান থেকেই সেলিব্রেশন করলেন রাজ্যপাল। ঝাঁ চকচকে রাজভবনে জুড়ে আলোরমালা। খুব সুন্দর করে সাজানো হয়েছে দার্জিলিঙের রাজভবনকে। দীপাবলির উৎসবের সেই ছবি ট্যুইটে শেয়ার করলেন রাজ্যপাল
Scroll to load tweet…
।
Scroll to load tweet…
দার্জিলঙের রাজভবনে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন রাজ্য়পাল। ট্যুইট করে সেকথা রাজ্যবাসীকে জানালেন তিনি। দার্জিলিঙের রাজভবনে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে সেলিব্রেশনের মুহূর্তের ছবি শেয়ার করেছেন রাজ্যপাল। শুধু তাই নয়, আলোর মালায় সজ্জিত রাজভবনের ভিডিও তিনি ট্যুইটে শেয়ার করেন।
