সংক্ষিপ্ত

  • তোলাবাজির হাত থেকে নিস্তার নেই
  • আক্রান্ত হলেন পঞ্চায়েত সদস্যার স্বামী
  • রাস্তায় তাঁকে 'বেধড়ক মার' দুষ্কৃতীদের
  • নদিয়ার শান্তিপুরের ঘটনা
     

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া:  মদ কেনার জন্য টাকা দেননি। খোদ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকেও এবার রেয়াত করল না দুষ্কৃতীরা! রাস্তায় বেধড়ক মারধর করা হল তাঁকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

আরও পড়ুন: ফের শিরোনামে জগন্নাথ সরকার, বিজেপি সাংসদের 'কূকীর্তি' প্রকাশ্য়ে

জানা গিয়েছে, আক্রান্তের নাম নিতাই মণ্ডল। বাড়ি, শান্তিপুর শহরের বাগানি পাড়া এলাকায়। পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী। স্ত্রী অনিতা শান্তিপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন নিতাই। অভিযোগ, ফেরার পথে স্থানীয় চিন্তাহরণ গোস্বামীর বাগান এলাকায় তাঁকে ঘিরে ধরে কয়েকজন যুবক। মদ কেনার জন্য ওই ব্যবসায়ীর কাছ টাকা চায় তারা। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ার খোদ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে রাস্তায় বেধড়ক মারধর করা হয়। মাথায় গুরুতর আঘাত লেগেছে নিতাই-এর। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি, জলবন্দি অবস্থায় স্থানীয় বাসিন্দারা

আরও পড়ুন: জলের তোড়ে নদীগর্ভে ঢুকছে গ্রাম, দেখুন ভিডিও

মঙ্গলবার সকালে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিতাই মণ্ডল। স্রেফ টাকা দিতে না চাওয়ার জন্যই কি হামলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? তদন্তে নেমেছে পুলিশ। হামলাকারীদের এখনও অধরা।