সংক্ষিপ্ত

  • যশের ল্যান্ডফলের আগেই ভয়ানক ছবি 
  • ঘুর্ণিঝড়ের কতটা দাপট পড়তে পারে কলকাতায় 
  • এবার টর্নেডোর আশঙ্কা কলকাতায়
  • কেমন হতে চলেছে কলকাতার পরিস্থিতি 

বাংলায় টর্নেডোর অচেনা ছবি। মঙ্গলবার বিকেলেই যার সাক্ষী থেকেছে  বাংলা। মঙ্গলবার হালিশহর ও ব্যান্ডেলে আচমকাই টর্নেডো হয়। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ভয়ানক ছবি মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। পাশাপাশি আতঙ্কের এক ভয়ানক বাতাবরণ সৃষ্টি হয়। সেই মুহূর্তের ছবি আবারও ফিরতে পারে বাংলায়। এবার খাস কলকাতাতেই হতে পারে টর্নেডো। ১২ টার মধ্যে টর্নেডোর আশঙ্কার খবর এবার এলো সামনে। 

YouTube video player

আরও পড়ুন- টানা তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, ঝড়ের তান্ডবে ভয়ানক পরিস্থিতি, কী অবস্থা বালেশ্বর-ধারমার 

খবর পাওয়া মাত্রই সতর্কতা জারি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন দুপুর ১২টা পর্যন্ত কেউ যেন বাড়ির বাইরে না যায়। পাশাপাশি সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। নবান্ন থেকে প্রতিমুহূর্তে নজর রেখে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে ২০০ কিলোমিটার দুর থেকে বইবে যশ। যার ফলে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও, ঝড়ের দাপট মালুম পাবে শহর কলকাতা। 

 

ঝড় বইবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি না হলেও সেখানে জল জমার সম্ভাবনা প্রবল। কারণ বর্তমানে ওয়াটার লগগুলি বন্ধ করা রয়েছে। দুপুরের পর বোঝা যাবে সঠিক ক্ষয় ক্ষতির পরিমাণ কত।