কলকাতায় প্রথমবারের মতো শাড়ি দৌড় , ম্যারাথনে পা মেলালেন ৪৩০০ নারী

মহিলাদের মধ্যে সাধারণ ধারণা হল ফিটনেস শুধুমাত্র বিশেষ সুবিধাপ্রাপ্ত ড্রেসের মাধ্যমেই হয় । এই মিথ পরিবর্তন করার জন্য শাড়ি দৌড় একটি প্রচেষ্টা, ৪৩০০ জন নারী শাড়ি পরেই ম্যারাথনে অংশ নিলেন ।

/ Updated: Mar 12 2023, 10:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মহিলাদের ফিটনেস এখনও ভারতে একটি অগ্রাধিকার নয় | একটি বিশাল সংখ্যক মহিলা এখনও পোশাক সম্পর্কে সামাজিক চাপে থাকে | ফিটনেস থেকে দূরে সরে যায় | মহিলাদের মধ্যে সাধারণ ধারণা হল ফিটনেস শুধুমাত্র বিশেষ সুবিধাপ্রাপ্ত ড্রেসের মাধ্যমেই হয়  | এই মিথ পরিবর্তন করার জন্য শাড়ি দৌড় একটি প্রচেষ্টা | ৪৩০০ জন নারী শাড়ি পরেই ম্যারাথনে অংশ নিলেন | রবিবার সকাল ৬.৩০টায় সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু হয় এই ম্যারাথন | বেঙ্গালুরুর একটি ফিটনেস সংস্থা মহিলাদের জন্য এই ম্যারথনের আয়োজন করেছিল |