Kolkata Metro: উৎসবের মরশুমের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগেই যাত্রী পরিষেবার মান উন্নত করতে একগুচ্ছ পদক্ষেপ নিলো কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Kolkata Metro: গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একসঙ্গে কলকাতার নতুন তিনটি রুটে উদ্বোধন হয়েছে মেট্রোর। নয়া তিন রুটে মেট্রো উদ্বোধনের পরই যেমন বেড়েছে যাত্রী সংখ্যা তেমনই চাপ পড়ছে মেট্রোতেও। বিশেষ করে ব্লু লাইনের মেট্রোগুলিতে অফিস টাইমে নাজেহাল দশা হয় যাত্রীদের। তার উপর এই রুটের শেষ স্টেশন কবি সুভাষ চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বন্ধ থাকায় অবস্থা আরও খারাপ।
জানা গিয়েছে, সামনেই উৎসবের মরশুম। তার উপর যাত্রী চাপের কথা মাথায় রেখে এবার চিন থেকে আসছে নতুন মেট্রো কোচ ও মেট্রো রেক। মেট্রোরেল সূত্রে খবর, দুটি নতুন ডালিয়ান রেক মঙ্গলবার জাহাজে করে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে পৌঁছেছে। এই রেকগুলি গ্লোবাল টেন্ডারের মাধ্যমে আনা হয়েছে। এরমধ্যে মোট ১৬টি কোচ নামানো হচ্ছে এবং সেগুলি নোয়াপাড়া কারশেডে পাঠানো হবে। নতুন রেকগুলিতে যাত্রীদের আরাম ও অভিজ্ঞতা উন্নত করতে সহায়ক হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
নতুন কোচ ও রেকের প্রধান বৈশিষ্ট্য (Kolkata Metro) :-
১৯০ মিমি চওড়া দরজা – যাত্রীদের সহজে ওঠানামার জন্য, বিশেষত ব্যস্ত সময়ে। বেশি আসন সংখ্যা – বয়স্ক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য অতিরিক্ত আসনের ব্যবস্থা।
উন্নত এয়ার কন্ডিশনিং ব্যবস্থা এবং শব্দ কমানোর প্রযুক্তি। চোখ-সান্ত্বনাদায়ক আলো এবং নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন। মেট্রোর প্রতিটি কোচ থাকবে সিসিটিভি দিয়ে মোড়া ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আর কী কী ব্যবস্থা রয়েছে?
মডুলার ও প্রশস্ত ভেস্টিবিউল (কোচের মধ্যে চলাচলের জন্য সুবিধাজনক)। ঝাঁকুনিবিহীন যাত্রা (jerk-free ride) সুবিধা। উন্নত এয়ার ডিফিউজার এবং হাই ক্যাপাসিটি এসি। ছোট ও আধুনিক অ্যালার্ম ডিভাইস (বাইরে ল্যাম্প ইন্ডিকেশন সহ)। উজ্জ্বল বহুভাষিক মাল্টিকালার ডিসপ্লে বোর্ড। ডোর সাইড হ্যান্ড রেল যাত্রীদের সুরক্ষার জন্য।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ অগাস্ট উদ্বোধন করেছিলেন নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর মেট্রোর ইয়েলো লাইনের। তারপর ২৫ অগাস্ট থেকে শুরু হয়ে গিয়েছে নিয়মিত পরিষেবা, তবে শুধুমাত্র সপ্তাহের কর্মদিবসে। ইতিমধ্যেই যাত্রীসংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবার সপ্তাহান্তেও চালু হচ্ছে মেট্রো পরিষেবা।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) থেকে শনিবার ও রবিবারও নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। শনিবার থাকবে মোট ৪৪টি পরিষেবা (২২ আপ ও ২২ ডাউন)। সকাল ৭টা ৩৫ থেকে রাত ৮টা ৩২ পর্যন্ত চলবে মেট্রো।
রবিবার থাকবে মোট ৪০টি পরিষেবা (২০ আপ ও ২০ ডাউন)। সকাল ৮টা ৩৫ থেকে রাত ৮টা ২২ পর্যন্ত চলবে মেট্রো।শনিবার ও রবিবার ট্রেন চলবে ৩৫ মিনিট অন্তর। যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে এবং আরও বেশি মানুষকে মেট্রো ব্যবহারের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


