সংক্ষিপ্ত
আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করতে চলেছে প্রমীলা বাহিনী। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাসের মাথায় ফের একবার কর্মসূচির ডাক দিলেন তারা।
আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করতে চলেছে প্রমীলা বাহিনী। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাসের মাথায় ফের একবার কর্মসূচির ডাক দিলেন তারা।
গত ১৪ অগাস্ট, রাতে রিমঝিম সিংহ এবং তাঁর সহযোগীদের ডাকে মেয়েরা পথে নামেন। সেইসঙ্গে, পা মেলান পুরুষরাও। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সাংস্কৃতিক জগতের মানুষদেরকে নিয়ে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার, সাংবাদিক বৈঠক করে রিমঝিমরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে ফের একবার সকলে পথে নামবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচির কথা বলতে গিয়ে তারা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করেছেন।
তাদের কথায়, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, ঠিক সেইভাবেই শাসকদেরও ঘুম ভাঙাতে চান তারা। সাংস্কৃতিক আঙ্গিকে সেই রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ অগাস্ট রাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রথম মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম। স্বাধীনতার মধ্যরাতে প্রথমে শহরের তিন জায়গায় নারী স্বাধীনতার জন্য ‘মেয়েরা রাত দখল করো’কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এবং কলেজ স্কোয়্যার। কিন্তু সেই ডাকে সাড়া দিয়েছিল গোটা বাংলা।
রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। ভোর পর্যন্ত পথে ছিলেন প্রতিবাদীরা। গান, মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছিল পশ্চিমবাংলা। রিমঝিমরা আশাবাদী যে, তাদের ডাকে আবারও বাংলা সরব হবে। সাধারণ নাগরিকরা পা মেলাবেন এবং গলা ফাটাবেন বিচারের দাবিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।