কলকাতা থেকে আগরতলা যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিমানটিতে ঝাঁকুনি শুরু হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে কলকাতায় ফিরে আসে।

আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকে বিপদের রেশ যেন কাটছে না। একের পর এক বিপত্তির খবর আসছে। বিমান বিভ্রাটের খবরে সদ্য নাজেহাল অনেকেই। এবার ফের একবার এল এমন খবর।

এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বেলায় কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় বিমানে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে, পাইলটের তৎপরতা পুনরায় উড়ানটি কলকাতায় ফিরিয়ে আনা হয়। বিমানের সকল যাত্রী ও ক্রু সুরক্ষিত আছে। বর্তমানে এই বিমানের মেরামতির কাজ চলছে। যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে, কিছুক্ষণের জন্য রক্ষা পেল সকলে।

দিল্লি থেকে লে–র উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু, যাত্রা শুরু পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচকা উড়ানের ভিতরে ঝাঁকুনি হয়। এরপর বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে ঘটে দুর্ঘটনা। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই ভেঙে পড়ে আমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। ওড়ার পর মুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার। যাদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে আছেন। বাকি সকলেই প্রয়াত। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান, সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন। ছিলেন ১০ জন ক্রু সদস্য।

এই বিমানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। যিনিও প্রয়াত হন এই দুর্ঘটনায়। বর্তমানে মৃতের সংখ্যা প্রায় ২৭৪। তা আরও বাড়তে পারে বলে অনুমান। চলছে তদন্ত। বিমানটিতে ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের কমান্ডে ছিল, সহ পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার। ক্যাপ্টেন সুমিত সভরওয়াল একজন এলটিসি, যার ৮২০০ ঘন্টার অভিজ্ঞতা ছিল। সহ পাইলট ক্লাইভ কুন্দেরের ১১০০ ঘন্টার অভিজ্ঞতা ছিল।

এই ঘটনার পর ফের আজ এল খারাপ খবর। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে। কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা হওয়া বিমানে দেখা গেল সমস্যা।