Savarkar: বীর সাভারকারের জন্মজয়ন্তী পালন অখিল ভারত হিন্দু মহাসভার
দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে বীর দামোদর সাভারকারের জন্মজয়ন্তী পালন করল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখা। এই অনুষ্ঠানে বীর সাভারকারের কবি ও বিপ্লবী জীবনের রংবেরঙের চিত্র তুলে ধরা হয়।
দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে বীর দামোদর সাভারকারের জন্মজয়ন্তী পালন করল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখা। ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি জয়দীপ দত্ত, রাজ্য যুব নেতা তাপস কুন্ডু, রাজ্য যুব নেত্রী দামিনী তিওয়ারী, রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী শর্মিষ্ঠা দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী সঙ্ঘাতমানন্দজি মহারাজ, অবসরপ্রাপ্ত বিচারক কৈলাস শর্মা। এই অনুষ্ঠানে বীর সাভারকারের কবি ও বিপ্লবী জীবনের রংবেরঙের চিত্র তুলে ধরা হয়। এই অনুষ্ঠানেই বিভিন্ন জেলা থেকে একাধিক রাজনৈতিক দলের কর্মীরা অখিল ভারত হিন্দু মহাসভায় যোগ দেন।