সংক্ষিপ্ত

প্রেমের লীলায় নাজেহাল গাড়ির চালকরা। 

প্রেমের লীলায় নাজেহাল গাড়ির চালকরা। লকডাউনের পর চাহিদা অনেকটাই বেড়ে গেছে অ্যাপ ক্যাবের।

কিন্তু সেই চাহিদা বাড়লেও, প্রেমিক-প্রেমিকাদের নিয়ে রীতিমতো তিতিবিরক্ত হয়ে পড়ছেন গাড়ির চালকেরা। সেই কলকাতা হোক কিংবা বেঙ্গালুরু, অসন্তোষ একেবার চরমে। অভিযোগ, চারচাকার গাড়িকে কার্যত, OYO রুম ভাবতে শুরু করছেন প্রেমিক যুগলরা। আবেগের বশে হুঁশ থাকছে না কোনও।

পিছনের আসনে বসে নানারকমের কাণ্ডকারখানা ঘটাচ্ছেন তারা। আর তার ফলে, গাড়ি চালাতে অস্বস্তি হচ্ছে চালকদের। স্টিয়ারিং হাতে নিয়ে বসেও মন দিয়ে গাড়ি চালাতে পারছেন না তারা। এদিক মুখে কিছু বলতেও পারছেন না।

নেট দুনিয়ায় আপাতত সেটিই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। কলকাতা শহরেই যুগলদের নিয়ে ভীষণ তিতিবিরক্ত হয়ে পড়েছেন অ্যাপ ক্যাব চালকদের অনেকেই। তাই গাড়িতে ওঠার নিয়ম-কানুন লিখে একটি নোটিস ঝুলিয়ে দিচ্ছেন অনেক চালক। যাতে গাড়িতে ওঠামাত্রই যাত্রীর তা চোখে পড়ে।

কী লেখা আছে তাতে?

স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, “গাড়ির মালিক বলছি। অবিবাহিত ছেলেমেয়েদের অনুরোধ, গাড়ির মধ্যে যৌনাচার থেকে বিরত থাকুন। এটা গাড়ি, OYO রুম নয়।”

শুধু তাই নয়, যুগলদের বিরত রাখতে গাড়িতে সিসি ক্যামেরাও বসিয়েছেন এক অ্যাপ ক্যাব চালক। তাঁর বক্তব্য, “সিসিটিভির নজরদারিতে রয়েছেন। আরাম করে বসুন এবং দূরত্ব বজায় রাখুন। যাত্রা শুভ হোক।”

আর এই বিষয়টি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। দেশের আরও অনেক শহরেও অ্যাপ ক্যাব চালকরা এমন সতর্কবার্তা লিখে গাড়িতে ঝুলিয়েছেন বলে সামনে এসেছে। এই নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে। টাকা খরচ করে গাড়িতে যাচ্ছেন যখন, কেন একটু নিজেদের মতো থাকতে পারবেন না তারা? এই বলেও সওয়াল করেছেন কেউ কেউ।

শহরের বুকে একদিকে যে প্রেম করার জায়গা কমেছে, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। আবার কেউ কেউ অ্যাপ ক্যাব চালকদের সমর্থনেও মুখ খুলেছেন। তাদের মতে, চোখের সামনে অল্পবয়সী ছেলেমেয়েদের ঘনিষ্ঠ হতে দেখা সত্যিই অস্বস্তিকর। কিন্তু প্রেম কি কোনও বাধা মানে?

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।