তৃণমূলের কাউন্সিলরকে 'বেশ্যা' বলে আক্রমণ, প্রতিবাদে দলেরই নেতার বিরুদ্ধে ফেসবুক লাইভ
তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার রাস্তায় বেরোলে যুব-নেতা এবং তাঁর সমর্থকরা। শুধু তাইই নয়, গভীর রাতে দলবল নিয়ে এসে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ!
একসময়ে স্থানীয় তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এলাকার যুব তৃণমূল নেতা, সেই তরুণী এখন এলাকার কাউন্সিলর , একই দলের সদস্য দুজনে। কিন্তু, বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ায় দুজনের মধ্যে সম্পর্ক এখন তিক্ত। পরিস্থিতি ধীরে ধীরে এমনই ভয়াবহ হয়ে উঠেছে যে, কাউন্সিলর রাস্তায় বেরোলে যুব-নেতা এবং তাঁর সমর্থকরা ‘বেশ্যা’ ‘যৌনকর্মী’ বলে অশ্রাব্য গালিগালাজ করছেন, তার সঙ্গে সঙ্গে তাঁকে খুন করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার রাজপুর- সোনারপুর পৌরসভা অঞ্চলে। এখানকার কাউন্সিলর পাপিয়া হালদার রীতিমতো ফেসবুক লাইভ করে প্রকাশ্যে স্থানীয় তৃণমূল নেতা প্রতীক কুমার দে-র নামে বড়সড় অভিযোগ তুলেছেন। পাপিয়া হালদার আরও জানিয়েছেন যে, কাউন্সিলরের পদ ছেড়ে দেওয়ার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু তাইই নয়, গভীর রাতে দলবল নিয়ে এসে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে স্থানীয় তৃণমূল নেতা প্রতীক দে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ!