CTET-র প্রতিবাদ জানিয়ে পথে নামল বাংলা পক্ষ, রাজ্যের চাকরিপ্রার্থীদের পাশে নিয়ে আন্দোলনে তাদের
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সিটেট-এর প্রতিবাদ বাংলা পক্ষর। কলকাতা ও রাজ্যের চাকরিপ্রার্থীদের পাশে নিয়ে আন্দোলন, সংগঠনের দাবি তারা বাঙালি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে ।
প্রাথমিক শিক্ষক পদে ইউপি বিহার ঝাড়খন্ডের বহিরাগতদের ঢোকাতে চাইছে রাজ্য সরকার । তা আটকাতে সিটেট বা CTET-এর বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ। শনিবার কলকাতার রানুচ্ছায়া মঞ্চে বাংলা পক্ষর প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন দূর-দূরান্তের নানা জেলা থেকে টেট-পাশ মেধাবী বাঙালি ছাত্রছাত্রীরা। যারা দীর্ঘকাল প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে মাসের পর মাস আন্দোলন করেছে।
সংগঠনের দাবি বাইরের রাজ্যের হাজার হাজার শিক্ষক এনে প্রাথমিক শিক্ষক হিসেবে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকতা করা, বাংলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে এমন এক আত্মঘাতী ব্যবস্থা চালুর সামনে দাঁড়িয়ে বাংলা ও বাঙালি।