ভাঙড়ের অশান্তির আঁচ কলকাতায়, রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আইএসএফ-এর পতাকা লাগানো নিয়ে ঘটনার সুত্রপাত। অভিযোগ, ভাঙড়ের মোড়ে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরেই সেখানে অশান্তি শুরু হয়। এরপর ভাঙড়ের অশান্তির আঁচ কলকাতার ধর্মতলায়।

/ Updated: Jan 21 2023, 07:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আইএসএফ-এর পতাকা লাগানো নিয়ে ঘটনার সুত্রপাত। অভিযোগ, ভাঙড়ের মোড়ে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপরেই সেখানে অশান্তি শুরু হয়। এরপর ভাঙড়ের অশান্তির আঁচ কলকাতার ধর্মতলায়। ধর্মতলায় আইএসএফ দাবী করে, ভাঙড়ে যে অশান্তি হয়েছে তার দায় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। তাঁর দলের লোকেরাই এদিন দিনভর অশান্তি পাকিয়েছে। তাই যতক্ষণ না আরাবুলকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণে তাঁদের আন্দোলন চলবে। আইএসএফ কর্মীদের হটাতে ধর্মতলায় কাঁদানে গ্যাস পুলিশের। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি আইএসএফ কর্মীদের। অবরোধকারীদের হটাতে ব্যাপক লাঠিচার্জও শুরু করে পুলিশ। আইএসএফ কর্মীদের হামলা পুলিশের কিয়স্কগুলিতে। চলে ব্যাপক ভাঙচুর। কোথাও কোথাও পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। ভেঙে ফেলে দেওয়া হয় গার্ডরেল। আহত হন একাধিক পুলিশ কর্মী। আহত হন বহু আইএসএফ কর্মীও। নওশাদকে আটক করতেই নতুন করে আরও বাড়ে উত্তেজনা।