২১ জুলাই-র মঞ্চে পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মাকে দেখা গেলেও তাঁর স্ত্রী সোহিনী উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী বিতানের বাবা-মাকে আর্থিক সাহায্য প্রদান করলেও স্ত্রী ও ছেলের জন্য কিছু ব্যবস্থা করা হয়নি।
২১ জুলাই-র মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল পহেলগাঁও-তে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা ও মাকে। এদিন মুখ্যমন্ত্রী তাঁদের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এমনকী, বিতানের বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন ফান্ড ও স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী।
তবে, মঞ্চে দেখা যায় বিতানের স্ত্রী সোহিনী অধিকারীকে। কিন্তু, কেন তিনি গেলেন তা সে প্রসঙ্গে জানান এক সংবাদমাধ্যমকে। বিতানের স্ত্রী সোহিনী জানান, কে কোথায় গিয়েছেন, আমার ঠিক জানা নেই। কিন্তু আমাকে ফোন করে কেউ থাকার বিষয় জানাননি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহলগাঁও-এ জঙ্গি হামলায় নিহত হয়েছিল ২৭ জন। তার মধ্যে ছিলেন বিতান অধিকারী। তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বিতান। কিন্তু, সেখানে জঙ্গিদের গুলিতে নিহত হন। যখন কাশ্মীর থেকে রাজ্যে ফের বিতানের স্ত্রী ও ছেলে সে সময় কলকাতা বিমান বন্দরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিন ও অরূপ বিশ্বাস। ছিলেন শুভেন্দু অধিকারী। বিতানের ছেলের পড়াশোনার দায়িত্ব নেন শুভেন্দু। সম্ভবত, সে কারণে বিতানের স্ত্রীকে আহ্বান জানানো হয়নি ২১ জুলাই মঞ্চে- এমনই মনে করছেন অনেকেই।
এদিকে জঙ্গিহামলার পর বারে বারে খবরে আসেন বিতানের স্ত্রী সোহিনী। টেলিভিশনের পর্দায় বারে বারে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি জানান। এরপরই বিতর্ক হয় সোহিনীকে নিয়ে। বিতানের দাদা দাবি করেন সোহিনী বাংলাদেশের নাগরিক। তেমনই তাঁর সম্পর্কে নানান কুকথা বলেন। এমনকী, বিতানের দাদা দাবি করেছিলেন, সরকারের তরফ থেকে যদি কোনও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটাও পাওয়ার অধিকার বিতানের বৃদ্ধ মায়ের। তবে, এই নিয়ে কোনও মন্তব্য করেননি বিতানের স্ত্রী।
এবার ২১ জুলাই মঞ্চে বিতানের স্ত্রী-র অনুপস্থিতি তৈরি করল বিতর্ক। পহেলগাঁও-তে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা ও মাকে দেখা যায় মঞ্চে। এদিন মুখ্যমন্ত্রী তাঁদের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এমনকী, বিতানের বাবার জন্য ১০ হাজার টাকার পেনশন ফান্ড ও স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু, কোনও রকম সাহায্য দেওয়া হয়নি বিতানের স্ত্রীর ও তাঁদের একমাত্র ছেলেকে।


