সংক্ষিপ্ত

Dilip Ghosh RamNavami: ''রাম নবমীতে হিন্দুরা কী করবেন তা রাজ্যের পুলিশ ঠিক করে দেবে না।'' এখানেই না থেমে দিলীপ ঘোষ আরও বলেন, ''রাম নবমী পালন করা হল প্রতিটি হিন্দুর কর্তব্য।'' দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, ''রামনবমীতে মিছিল করবই আমরা। কেউ কিছু বললে তাঁকে

Dilip Ghosh RamNavami: দিলীপ ঘোষ আর বিতর্ক যেন এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষ যেখানে বিতর্ক সেখানে (Dilip Ghosh News)। এবার আসন্ন রাম নবমী পালন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপির (West Bengal BJP) প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

কী বলেছেন দিলীপ ঘোষ?

একদিকে রাজ্যে যখন রামনবমী পালন নিয়ে চড়ছে অশান্তির পারদ ঠিক তখনই আরও এক বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার নিউটাউনে ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাম নবমীতে হিন্দুরা কী করবেন তা রাজ্যের পুলিশ ঠিক করে দেবে না।'' এখানেই না থেমে দিলীপ ঘোষ আরও বলেন, ''রাম নবমী পালন করা হল প্রতিটি হিন্দুর কর্তব্য। পুলিশ যদি বাধা দেয় তাহলে থানাগুলি ঘেরাও করে রাখুন। অস্ত্র নিয়ে আমরা বেরোব। খড়গপুরে আখড়া মিছিলের ঐতিহ্য বহু পুরনো। পাঠানরা পারেনি। ব্রিটিশরা পারেনি। এখন কেউ বন্ধ করতে এলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।''

এদিকে রামনবমী পালনে পুলিশের নিষেধাজ্ঞা নিয়ে বিজেপির (BJP News) অভিযোগ, পুলিশ (West Bengal Police) মিছিল বন্ধ করতে বিধি নিষেধ আরোপ করেছে। অন্যদিকে এই বিষয়ে হিন্দু সংগঠনগুলির স্পষ্ট বার্তা, প্রথা মেনে তাঁরা অস্ত্র মিছিল করবে। যদিও এসবের তোয়াক্কা না করেই দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, ''রামনবমীতে মিছিল করবই আমরা। কেউ কিছু বললে তাঁকে ছুঁড়ে ফেলে দেব।''

উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী (Ram Navami 2025)। বিজেপির তরফে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসব পালনের প্রস্তুতি। শুধু তাই নয়, রামনবমী আবহে রাজ্যে কোনও রকম অশান্তি যাতে না হয় তার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রামনবমী ঘিরে রাজ্য পুলিশ (West Bengal News) প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।