কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনার অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিং গ্রেফতার। শুক্রবার সকালে ভাঙচুরের পর, মঙ্গলবার রাতে ট্যাংরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে রাকেশের পুত্র সহ চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনার অভিযোগে গ্রেফতার হল বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিলের রাকেশের পুত্র শিবম সিং। এছাড়াও গ্রেফতার হন রাকেশের তিন ঘনিষ্ঠ। তালিকায় আছে বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার, রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করে পুলিশ। তবে, পাঁচ দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুর ঘটনার অন্যতম অভিযুক্ত রাকেশ। মঙ্গলবার রাত তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শিয়ালদহ শিয়ালদহ আদালতে হাজির করানো হবে রাকেশকে। তাঁকে যখন গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলা হয়। জানা যায়, রাকেশকে গ্রেফতার করার সময় ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতেও শোনা যায়। আবার বলেন, রাকেশ সিংহ কাউকে ভয় পান না।

শুক্রবার সকাল ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় কংগ্রেসের দফতরে বিশেষ কেউ ছিল না। সেই সুযোগ নিয়ে তাণ্ডব চালানো হয় দফতরে। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পোড়ানো হয়েছিল পতাকাও। অভিযোগ উঠেছিল, তিনি বিজেপির পতাকা হাতে বিধান ভবনে ঢুকে ভাঙচুরের ঘটনা ঘটে।

এবার এই ঘটনার গ্রেফতার হল মূল অভিযুক্ত। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনার অভিযোগে গ্রেফতার হল বিজেপি নেতা রাকেশ সিং। শুক্রবার সকাল ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার হয় বিজেপি নেতা রাকেশ সিং।