সর্বদা গান্ধী পরিবারের প্রতি কেন একচোখা কংগ্রেস, ঝাঁঝাল আক্রমণ বিজেপি-র
গান্ধী পরিবারের প্রতি কেন একচোখা কংগ্রেস, আক্রমণ বিজেপি-র। 'রাহুল গান্ধী ওবিসি সমাজকে অপমান করেছেন। ইউপিএ-এর সময় আইনের কারণেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। আজ রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব সুরাত যাচ্ছেন।
গান্ধী পরিবারের প্রতি কেন একচোখা কংগ্রেস, আক্রমণ বিজেপি-র। 'রাহুল গান্ধী ওবিসি সমাজকে অপমান করেছেন। ইউপিএ-এর সময় আইনের কারণেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। আজ রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব সুরাত যাচ্ছেন। রাজস্থান, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ও প্রিয়ঙ্কা গান্ধীকে নিয়ে কেন যাচ্ছেন? রাহুল কি বিচারবিভাগের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন? আদালত রাহুলকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিল। ঔদ্ধত্যের কারণে আদালতে রাহুল ক্ষমা চাননি আদালতে।' রাহুল গান্ধীর আবেদন প্রসঙ্গে আক্রমণ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের।