সংক্ষিপ্ত
Suvendu Adhikari: ১৯ মার্চ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্বাচনী কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল (BJP Bengal) ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল।
Suvendu Adhikari News: হাইকোর্টে ফের স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ মার্চ বারুইপুরে বিজেপির SP-র অফিস ঘেরাও কর্মসূচিতে শর্তসাপেক্ষ অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
আদালত সূত্রে খবর, দুপুর দু'টো থেকে বিকেল পাঁচটার মধ্যে কর্মসূচি করতে হবে। কর্মসূচিতে সর্বাধিক এক হাজার বিজেপি কর্মী-সমর্থক থাকতে পারবে। ২৫ টির বেশি মাইক ব্যবহার করা যাবে না। স্কুল-হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সূত্রের খবর, গত ১৯ মার্চ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্বাচনী কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল (BJP Bengal) ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মিছিলে বাধা দেওয়া এবং আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী তাঁর গাড়িতে শাসক দল হামলা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বাধা পেয়ে সেদিন মিছিল না করেই ফিরে আসতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে।
জানা গিয়েছে, এই গোটা ঘটনায় পুলিশি (West Bengal Police) নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল বিজেপি (BJP)। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার অর্থাৎ ২৭ মার্চ বারুইপুরের এসপির অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু পুলিশ বিজেপির এই কর্মসূচির অনুমতি দেয়নি। তারপরই সেই কর্মসূচির অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপি। বুধবার বিজেপির সেই আবেদনে শর্তসাপেক্ষ অনুমতি দিলো আদালত।
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে বিজেপির সেই মামলার শুনানি ছিল। শুনানিতে বিজেপির আইনজীবী আদালতে জানায়, রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে। রাজ্যে নিজেই বলেছে, গত কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন। তাহলে অনুমতি দিতে অসুবিধা কোথায়? শেষ কর্মসূচিতে আক্রান্ত হতে হয়েছে আমাদের। বিরোধী দলনেতার গাড়ি সহ একাধিক গাড়িতে হামলা হয়েছে। তা শুনে বিচারপতি জানতে চান কেন গন্ডগোল হয়েছিল? তার উত্তরে আদালতে বিজেপির আইনজীবী দাবি করেন, পুলিশ নিষ্ক্রিয় ছিল। সব পক্ষের বক্তব্য শুনি বিচারপতি ঘোষ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।