Abhishek Banerjee: 'জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য', সিবিআই দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য বলে জানিয়েছেন তিনি।

/ Updated: May 20 2023, 11:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ৯ ঘণ্টা ১৫ ধরে জেরা করে সিবিআই। সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন অভিষেক। তারপর থেকে তাঁকে তিন দফায় জেরা করা হয়। সিবিআই সূত্রের খবর ১১টা ১৫ মিনিট থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁকে তিন দফায় জেরা করা হয়। নিজাম প্যালেস থেকে ৮টা ৪০ মিনিটে বেরিয়ে এসে অভিষেক বলেন প্রায় ১০ ঘণ্টা সিবিআইএর মুখোমুখি হয়েছেন তিনি।  
অভিষেক বলেন, দীর্ঘ জেরায় নির্যাস হল শূন্য। তিনি আগের মতই বলেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা জনসমক্ষে আনা হোক। অভিষেক বলেন, এদের লক্ষ্য হল ইডি সিবিআই দিয়ে অভিষেককে কী করে দমিয়ে রাখা যায়? তিনি আরও বলেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি স্তব্ধ করে দেওয়া। তিনি আরও বলেন ভারতীয় নাগরিক হিসেবে তিনি প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন না। তবে এদিনও অভিষেক ২৪ ঘণ্টা সময় না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন।