- Home
- West Bengal
- Kolkata
- মমতার দাবি মেনে ক্ষতিপূরণ ঘোষণা CESC-র, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে কত টাকা দিচ্ছে সংস্থা?
মমতার দাবি মেনে ক্ষতিপূরণ ঘোষণা CESC-র, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে কত টাকা দিচ্ছে সংস্থা?
কলকাতায় দুর্যোগের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে ক্ষতিপূরণ দিতে রাজি হল CESC। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখে নতিস্বীকার করে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থাটি।

অবশেষ মুখ্যমন্ত্রীর কথা মেনে নিল CESC। সোমবার রাতভর দুর্যোগের কলকাতা বিপর্যস্ত হওয়ার পর মঙ্গলবার সকালেই মারা গিয়েছে ৯ জন। এরপর থেকে মৃতদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সেই দাবি মানল বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। তারা জানিয়েছে, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। জানা গিয়েছে এমনটাই।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই মৃত্যুর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক। এরপর তিনি বেসরসাকির ওই সংস্থাকে তোপ দেগে বলেন, এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে। আর এখানে আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।
এদিকে বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে।
নিকাশী ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকেও। এর পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

