সংক্ষিপ্ত

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে, ১৬ দিন ধরেই বিভিন্ন শিশুটি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে তাকে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অব চাইল্ড হেল্থ এ ভর্তি করা হয়েছিল।

 

পুজো শুরুর মধ্যেই শহরে বিষাদের সুর। কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। তিলজলার বাসিন্দা ২ মাসের শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে।

মৃত শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে, ১৬ দিন ধরেই বিভিন্ন শিশুটি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে তাকে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অব চাইল্ড হেল্থ এ ভর্তি করা হয়েছিল। শিশুটির সেখানেই শিশুটি ভর্তি ছিল। ২৯ সেপ্টেম্বর শিশুর অবস্থার অবনতি হয়। তারপরই শিশুটিকে পিআইসিইউতে নিয়ে যাওয়া হয়। গত ১৪ অক্টোবর শিশুর মৃত্যু হয়। শিশুর ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে।

পুজোর মুখে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে কলকাতায়। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত কলকাতায় ১৩ জনের মৃত্যুর হয়েছে। পুজোর মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

পুজোর মুখে ডেঙ্গুর আতঙ্ক বাড়ছে শহরে। গত দুটি সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২০০ ও ১২৬৭। গত জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭ হাজারেরও বেশি মানুষ। পুজোর মুখে কলকাায় প্রচুর বৃষ্টি হয়েছিল। তাতেই ডেঙ্গির ভয়াবহতা বেড়েছে। মনে করছে স্বাস্থ্য দফতর। সেই কারণে গত দুই সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষ্ণণ নেই। তবে নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমবে বলেও মনে করছে স্বাস্থ্য দফতর। কারণ পুজোর মধ্যে আর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পাল্টা আদ্রতা কমছে। শুষ্ক হচ্ছে পরিবেষ। তাতে মশাদের উপদ্রব কমবে।