সংক্ষিপ্ত

এবার যাত্রী সুবিধার জন্য সরকারী ক্যাবের ব্যবস্থা করল রাজ্য। সোমবারই উদ্বধন হয়েছে এই ক্যাবের।

পুজোয় আকাশ ছোঁয়া দাম ক্যাবের। এদিকে রাতে বিরেতে ঠাকুর দেখে ফিরতে ভরসা সেই ক্যাবই। অগত্যা পাহাড় প্রমাণ ভাড়া দিয়েই বাড়ি আসতে হয় যাত্রীদের। পাশাপাশি ক্যাব চালকদের একাংশের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ উঠেছে ক্যাব চালকদের সঙ্গে দুর্ব্যবহার করার। এমনকী মহিলা যাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। তাই এবার যাত্রী সুবিধার জন্য সরকারী ক্যাবের ব্যবস্থা করল রাজ্য। সোমবারই উদ্বধন হয়েছে এই ক্যাবের। এতে একদিকে যেমন যাত্রীরা তুলনামূলক কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন, আবার ক্যাব চালকরা তথা মালিকরাও একটি বেশি টাকা পাবেন। পাশাপাশি নিরাপত্তা নিয়েও সমস্যাও অনেকটাই কমবে।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন,'আগামীকাল মুখ্যমন্ত্রী অ্যাপ ক্যাব যাত্রীসাথী চালু করছেন পশ্চিমবঙ্গে। ভারতবর্ষে প্রথম সরকারি অ্যাপ ক্যাব লাগু হচ্ছে। এই যাত্রীসাথীর অ্যাপ আমরা ৩ মাস ধরে ট্রায়াল করেছি। প্রায় ২১ হাজার গাড়ি এর সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। সাড়ে ৪ হাজারের ওপরে রাইড এখন চলছে। এই যাত্রীসাথী অ্যপ চালু হলে সাধারণ মানুষ একটু কম ভাড়ায় এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবেন। যাঁরা গাড়ি দেন, তাঁরাও একটি বেশি ভাড়া পাবেন। সরকার লাভ করবে না, শুধু পরিচালনার খরচটাই নেবে। নিরাপত্তার ওপরেও আমরা অনেকটা জোর দেব।'

পুজোর মুখে রাজ্যবাসীর জন্য উপহার এই অ্যাপ ক্যাব।