হাসপাতালের বিল বাড়াতে আইসিসিইউ-তে ডেডবডি! কোন কোন হাসপাতাল মুখ্যমন্ত্রীর নজরে?

‘অনেকে ভাবেন শুধু টাকা, হ্যাঁ অনেক হাসপাতাল আছে, অনেক টাকা দেয়। তাঁদের শাড়িটাও পর্যন্ত ডাক্তারদের কিনতে হয় ! এটাও আমি শুনেছি। এমনকি তাঁদের কমিশন দিতে হয় ! জোর করে পেসমেকার বসাতে হয়। আসিসিইউ-তে প্রয়োজন না থাকলেও বিল তুলতে ডেডবডি রেখে দেয়।’

/ Updated: Jan 17 2023, 03:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'অনেকে ভাবেন শুধু টাকা, হ্যাঁ অনেক হাসপাতাল আছে, অনেক টাকা দেয়। তাঁদের শাড়িটাও পর্যন্ত ডাক্তারদের কিনতে হয় ! এটাও আমি শুনেছি। এমনকি তাঁদের কমিশন দিতে হয় !  জোর করে পেসমেকার বসাতে হয়। আসিসিইউ-তে প্রয়োজন না থাকলেও বিল তুলতে ডেডবডি রেখে দেয়। এরকমও অনেক আছে, আবার অনেক ভালো হাসপাতালও আছে। যারা ডিটারমিনেশন নিয়েও কাজ করে। যারা হাসপাতালে কাজ করেন তাঁদের থেকে বড় সমাজসেবক আর নেই। অনেক টাকার প্রয়োজন সবসময় পড়ে না।' বেসরকারি হাসপাতাল নিয়ে মন্তব্য মমতার।