তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে 'কেন্দ্রীয় বঞ্চনা অভিযোগ' ও বিরোধীদের 'জোট বার্তা' মমতার

তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে মমতার বার্তা। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে তৃণমূল। ‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই।’

/ Updated: May 02 2023, 06:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে মমতার বার্তা। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে তৃণমূল। '২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে। আমি আজ 'মা-মাটি-মানুষ দিবসে' বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার জন্য যে ভূমিকা তারা পালন করেছেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি। সর্বক্ষেত্রে বাংলার উত্থান ঘটেছে। কেন্দ্রীয় সরকার আজও ন্যায্য পাওনা দেয়নি। কন্যাশ্রী-যুবশ্রী-স্বাস্থ্য সাথীর জন্য আমরা গর্বিত। বাংলায় কুৎসিত ভাষা, মিথ্যাচার করছে অনেকেই। নির্বাচনের আগে কেন্দ্র অনেক কিছুর স্বপ্ন দেখায়। নির্বাচনের পর তখন সব কিছু ভুলে যায়।' 

Read more Articles on