‘আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন’, শিখদের কাছে আবদার মমতার, কেন বললেন এই কথা
‘আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন’, শিখদের কাছে আবদার মমতার। গুরু নানক জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বললেন, 'আপনারা ভাল করে গুরুপরব করুন। আর আমার ঘরে হালুয়া পাঠাবেন'।
‘আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন’, শিখদের কাছে আবদার মমতার। গুরু নানক জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বললেন, 'আপনারা ভাল করে গুরুপরব করুন। আর আমার ঘরে হালুয়া পাঠাবেন'। পাশাপাশি গুরুনানক ভবনের কথাও বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গুরুনানক ভবনের কথা আপনারা বলেছেন। ওটি ৬ কোটির টাকার সম্পত্তি। আমাদের সেটি একবারে করা সম্ভব নয়। আপনারা আমাকে আর একবার আবেদন দিন। আমি এক টাকায় দিয়ে দেব। সামাজিক কাজের জন্য আমরা দিতে পারব। আমরা হিডকো বোর্ড হয়ে ক্যাবিনেটে পাশ করিয়ে তা করে দেব'। মুখ্যমন্ত্রীর এই বার্তায় খুশি শিখ সমাজ।