কড়া ধমক মমতার! এ রাজ্যেও গঙ্গা আরতির আয়োজন চান মুখ্যমন্ত্রী, দায়িত্ব কলকাতা পুরসভাকে

'উত্তরপ্রদেশে গঙ্গা আরতি হয়, আমাদের এখানে সেই সুযোগ নেই।' রাজ্যেও তিনি এই ব্যবস্থা করতে চান সে কথা বুঝিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, এমন ভাবেই সবটা করতে হবে যাতে কোনও বিপর্যয় না হয়। সে জন্য বছরদুয়েক অপেক্ষা করতেও রাজি তিনি।

/ Updated: Nov 21 2022, 06:06 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কড়া সুরে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 'কেন আমাদের রাজ্যে গঙ্গা আরতির আয়োজন করা যাবে না' প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 'উত্তরপ্রদেশে গঙ্গা আরতি হয়, আমাদের এখানে সেই সুযোগ নেই।' রাজ্যেও তিনি এই ব্যবস্থা করতে চান সে কথা বুঝিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, এমন ভাবেই সবটা করতে হবে যাতে কোনও বিপর্যয় না হয়। সে জন্য বছরদুয়েক অপেক্ষা করতেও রাজি তিনি। এদিন তিনি আরও সুর চড়ান, বলেন 'হাওড়ার দিক থেকে একবার নবান্নের দিকে এসো! রাস্তার অবস্থা দেখো! একদিনও জল দিয়ে ধোয়ায় না? জল দিয়ে ধোয়ালেও দেওয়ালগুলি পরিষ্কার হয়। কেন আমাকে দেখতে হবে? কেন যাঁরা ওখান দিয়ে যাতায়াত করেন তাঁরা দেখবেন না?' তাঁর দাবি, আগে এই ধোয়ানোর প্রক্রিয়া চালু থাকলেও হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। হুজ ডিউটি ইজ দিস? ইজ দিস মাই ডিউটি? ডিএম, এসপি আছেন। অন্যান্য অফিসাররা রয়েছেন।