- Home
- West Bengal
- Kolkata
- CPIM Book Stall: যাদবপুরে বামেদের বুক স্টলে উপস্থিত পরিচালক অনীক দত্ত থেকে অভিনেতা সব্যসাচী সবাই, বিক্রি হল কত?
CPIM Book Stall: যাদবপুরে বামেদের বুক স্টলে উপস্থিত পরিচালক অনীক দত্ত থেকে অভিনেতা সব্যসাচী সবাই, বিক্রি হল কত?
CPIM Book Stall: বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে, প্রতি বছরের মতো এই বছরও রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএম-এর উদ্যোগে বুক স্টল আয়োজিত হল।
অন্যতম একটি হল যাদবপুর ৮বি মোড়ের বুক স্টলটি
বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের উদ্যোগে বুক স্টল, এটা খুবই পরিচিত একটা ছবি। কলকাতা সহ একাধিক জায়গায় সিপিএম কর্মীদের উদ্যোগে বুক স্টল আয়োজিত হয়ে থাকে। তবে এই শারদীয়া বুক স্টলগুলিতে রাজনৈতিক বই ছাড়াও শিশু সাহিত্য, প্রগতিশীল চিন্তাধারার বই, উপন্যাস, গল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশের বইয়ের সম্ভারও থাকে। আর এই স্টলগুলির মধ্যে অন্যতম একটি হল যাদবপুর ৮বি মোড়ের বুক স্টলটি।
যাদবপুর-১ এবং যাদবপুর-২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে
গত ২৬ অক্টোবর, সিপিএম কর্মীদের উদ্যোগে আয়োজিত হওয়া যাদবপুর বুক স্টলের উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেইদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, যাদবপুরের প্রাক্তন বিধায়ক ও সাংসদ সুজন চক্রবর্তী এবং সিপিএম কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার সহ আরও অনেকে। এই স্টলটি মূলত যাদবপুর-১ এবং যাদবপুর-২ এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে।
বিজয়গড়ে আরও একটি স্টল
অন্যদিকে, যাদবপুর-১ এরিয়া কমিটির অন্তর্গত বিজয়গড়ে আরও একটি স্টল আয়োজিত হয়। চলতি ২০২৫ সালেও সেই বুক স্টলটি সিপিএম কর্মীদের উদ্যোগে একই জায়গায় চালু ছিল।
বাম ছাত্র-যুব কর্মীরা উপস্থিত ছিলেন
ওদিকে আবার যাদবপুর-২ এরিয়া কমিটির উদ্যোগে, শ্রীকলোনি মোড় এবং বিদ্যাসাগর মোড় মিলিয়ে দুটি স্টল আয়োজিত হয়। সবকটি বুক স্টলেই ব্যাপক সংখ্যায় বাম ছাত্র-যুব কর্মীরা উপস্থিত ছিলেন।
মোট ৩,৮০,০০০ টাকার বই বিক্রি হয়েছে?
যাদবপুরের বুক স্টলটি চলে গত ৩ অক্টোবর পর্যন্ত। শেষদিন, বুক স্টলের সামনেই অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। একইসঙ্গে সেইদিন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের ২০০০ তম দিনটিও উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা নীলোৎপল বসু, বিশিষ্ট ডাক্তার অর্জুন দাশগুপ্ত, বিশিষ্ট পরিচালক অনীক দত্ত এবং সৌরভ পালোধি সহ আরও অনেকে। এই প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, “এই বছর যাদবপুর বুক স্টল থেকে মোট ৩,৮০,০০০ টাকার বই বিক্রি হয়েছে। আর যাদবপুর-১ এবং যাদবপুর-২ এর সবকটি বুক স্টল মিলিয়ে প্রায় ৪,৫০,০০০ টাকার বই বিক্রি হয়েছে।" অপরদিকে, সিপিএম যাদবপুর-১ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন চক্রবর্তীর কথায়, “প্রচুর মানুষ এসেছেন আমাদের বুকস্টলে। অনেকেই বই কিনলেন। গান-আড্ডা-আলোচনায় দারুণ কাটল কয়েকটা দিন"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
