- Home
- West Bengal
- Kolkata
- DA কোন সময়ের বকেয়া? মহার্ঘ ভাতা দেবে কিনা তাা নিয়ে সুপ্রিম কোর্টে মনোভাব স্পষ্ট করল রাজ্য
DA কোন সময়ের বকেয়া? মহার্ঘ ভাতা দেবে কিনা তাা নিয়ে সুপ্রিম কোর্টে মনোভাব স্পষ্ট করল রাজ্য
DA Hike News: মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ার সময়ই রাজ্য সরকার নতুন একটি হলফনামা দাখিল করেছে শীর্ষ আদালতে।

মহার্ঘ ভাতা নিয়ে টালবহানা অব্যাহত
মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ার সময়ই রাজ্য সরকার নতুন একটি হলফনামা দাখিল করেছে শীর্ষ আদালতে।
রাজ্য সরকারের নতুন হলফনামা
সুপ্রিম কোর্টে একটি নতুন হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সরকার।
ডিএ নিয়ে রাজ্যের মনভাব
রাজ্য সরকার এই হলফনামায় ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলে সূত্রের খবর। সেখানেই রাজ্য সরকার যে ডিএ দিতে চায় না তাও স্পষ্ট করেছে বলে জানা দিয়েছে সূত্র মারফত।
বকেয়া ডিএ-কে মান্যতা
রাজ্য সরকার হলফনামায় বকেয়া ডিএ-এর সময়সীমাকে মান্যতা দিয়েছে। বলা হয়েছে কোন সময়ের বকেয়া ডিএ দিতে নারাজ রাজ্য।
রাজ্য সরকারের দাবি
সূত্রের খবর রাজ্য সরকার দাবি করেছে তারা ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কেই মান্যতা দিচ্ছে।
সময়কাল
বকেয়া ডিএর-এর সময়কাল অনুযায়ী প্রথম তিন বছর পূর্বতন বাম সরকারের। ২০১১ সালে রাজ্যে পালাবদল হয়। তারপরে থেকে ৭ বছর তৃণমূলের শাসনকাল।
রাজ্যের দাবি
রাজ্য সরকারের দাবি এই সময়কালের মধ্যেই শুধুমাত্র যারা কর্মরত ছিলেন তারাই এই ডিএ-র মূল দাবিদার।
ডিএ দেওয়ার ইচ্ছা নিয়ে প্রশ্ন
রাজ্য সরকারের ডিএ নিয়ে টালবাহানা করায় আদৌ সরকারের ইচ্ছে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রাজ্য সরকারের নতুন মডিফিকেশন অ্য়াপ্লিকেশনও সেই প্রশ্ন আরও জোরাল করেছে।
রাজ্যের দাবি
নতুন অ্যপ্লিকেশনে রাজ্য সরকার বলেছেন, কর্মীদের ইতিমধ্যেই এরাধিক আর্থিক সুযোগ সুবিধে দেওয়া হয়েছে। আর সেই কারণে রাজ্যের সুপ্রিম কোর্টের কাছে আবেদন আদালত যে ২৫শতাংশ বকেয়া জিএ দেওয়ার নির্দেশ না দেয়।
আর্থিক বোঝা
নতুন আবেদনেও রাজ্য সরকার রাজ্যের কোষাগারে আর্থিক সংকটের কথা তুলে ধরেছে। রাজ্যের বিপুল পরিমাণে আর্থিক বোঝা রয়েছে। তাই রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। স্পষ্ট করেছে বলেও সূত্রের খবর।

