- Home
- West Bengal
- Kolkata
- অপেক্ষা শেষ! এবার বাড়ছে বাংলার সরকারি কর্মীদের DA! একধাক্কায় কত শতাংশ? সামনে এল বিরাট আপডেট
অপেক্ষা শেষ! এবার বাড়ছে বাংলার সরকারি কর্মীদের DA! একধাক্কায় কত শতাংশ? সামনে এল বিরাট আপডেট
- FB
- TW
- Linkdin
দিন দিন বাড়ছে কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক। এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ বাংলার সরকারি কর্মীরা।
কিছুদিন আগে দীপাবলির সময় ফের এক দফায় ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। এবারে তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, কেন্দ্র ডিএ বৃদ্ধির পরই একাধিক রাজ্য (State Government) ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও তেমন কিছু হয়নি বাংলার ক্ষেত্রে। এই আবহে এবার বড়সড় আপডেট সামনে এল।
সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল এবারে ক্ষোভ প্রশমনে পশ্চিমবঙ্গ সরকারও কিছুটা ডিএ বৃদ্ধি করতে পারে।
আসলে কেন্দ্র রাজ্য ডিএ ফারাক বাড়তেই ফুঁসে উঠেছে বাংলার সরকারি কর্মীরা।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
ওদিকে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।
ফলে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।
এই আবহে ডিএ নিয়ে আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরই মধ্যে সূত্রের খবর, অসন্তুষ্ট সরকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন।
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে। শুধু তাই নয় সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় যাতে উপস্থিত থাকেন সেই চেষ্টাও করছেন তারা।
তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক জানান, ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছেন।
একবার মুখ্যমন্ত্রী তরফে সবুজ সংকেত মিললেই ডিএ বৃদ্ধির খসড়ায় সিলমোহর পড়ে যাবে, আর তা সময়ের অপেক্ষা।