- Home
- West Bengal
- Kolkata
- ৬ বছর ধরে কর্মীদের বেতন-পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে নবান্ন? বিস্ফোরক তথ্য ফাঁস!
৬ বছর ধরে কর্মীদের বেতন-পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে নবান্ন? বিস্ফোরক তথ্য ফাঁস!
সুপ্রিম কোর্টে ২৫ শতাংশ বকেয়া ডিএ মামলার শুনানির পরে বেশ চাপে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহার্ঘ্য ভাতা প্রাপকের সংখ্যা প্রায় ১০ লক্ষ। কিন্তু এরই মধ্যে মিলেছে বিস্ফোরক তথ্য! ৬ বছর ধরে কর্মীদের বেতন-পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে নবান্ন?

দীর্ঘ লড়াই এর শেষে গতমাসে অবশেষে স্বস্তির খবর পেয়েছেন সরকারি কর্মীরা (Government Employees)।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে।
স্পষ্ট বলা হয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশ জারির ছয় সপ্তাহের মধ্যে যেন পশ্চিমবঙ্গ সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দেওয়া হয়।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই সরকারি কর্মচারী মহলে জোর আলোচনা শুরু হয়েছে যে কবে মিলবে এই বরাদ্দ DA।
আর এই আবহে এবার DA মেটানোর হিসেব নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। ৬ বছরে নাকি বেতন-পেনশন থেকে রাজ্য ১৫,১২৯ কোটি টাকা কেটে নিয়েছে!
বকেয়া DA মেটাতে কত খরচ হবে রাজ্যের?
অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকারের অর্থভাণ্ডার থেকে কত টাকা খরচ হতে পারে।
যদিও ইতিমধ্যেই পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের যে পরিমাণ অর্থ খরচ হবে, সেই হিসাব সুপ্রিম কোর্ট পেশ করেছে।
তবে রাজ্যের দেওয়া হিসাব অনুযায়ী জানা গিয়েছে বকেয়া অর্থের পরিমাণ লাগবে প্রায় ৪১,৭৭০.৯৫ কোটি টাকা।
এবং তার মধ্যে বকেয়া DA এর ২৫ শতাংশের অর্থ হল ১০,৪৪২.৭৩ কোটি টাকা। আর এই আবহে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন যে, সেই অর্থের থেকে বেশি টাকা সরকার বেতন এবং পেনশন প্রাপকদের পকেট থেকে নাকি কেটে নিয়েছে।
মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০১২-১৩ সাল থেকে ২০১৭-১৮ সালের মধ্যে বেতন ও পেনশন খাতে বরাদ্দ করা হয়েছিল ২,৮৪,৫১০.৬১ কোটি টাকা। কিন্তু তার মধ্যে মাত্র ২,৬৯,৩৮১.৪৪ কোটি টাকা খরচ করা হয়েছিল। বাকি থেকে গেছিল ১৫,১২৯.১৭ কোটি টাকা।
এইভাবে প্রতি বছর রাজ্য সরকারের বাজেটে বেতন এবং পেনশন খাতে অর্থ বরাদ্দ হয়ে থাকে।
কিন্তু দেখা গিয়েছে সরকার ওই বরাদ্দ অর্থের একাংশ নিয়ে কোনো উচ্চবাচ্চ্য করেনি। এবার সেই বিষয়টি নিয়ে আদালতে তালিকাও প্রকাশ করে আরও চাপে ফেলা হল রাজ্য সরকারকে।
কোন সময়ের জন্য এই বকেয়া ডিএ প্রযোজ্য?
এই বকেয়া প্রদান করা হবে ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য। অর্থাৎ, মোট ১৪১ মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে।
এই সময়সীমা অন্তর্ভুক্ত করে—
২০০৮ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস
২০০৯ থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ বছর বা ১৩২ মাস
ফলে, যারা এই দীর্ঘ সময়কালে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন, তাঁরাই কেবল এই সুবিধা পাওয়ার যোগ্য।
কতজন পাবেন এই বকেয়া ডিএ?
সরকারি দফতরে কর্মরত: প্রায় ২.৫ লক্ষ
স্কুলশিক্ষক: প্রায় ৩.৮ লক্ষ
পঞ্চায়েত, পুরসভা ও স্বশাসিত সংস্থা: ১ লক্ষ
মোট সম্ভাব্য প্রাপক: প্রায় ৮–১০ লক্ষ কর্মচারী ও পেনশনপ্রাপক

