News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. বুধবার ৭৫ বছর পূর্ণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপি-র পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জন্মদিনের আগে প্রধানমন্ত্রীর প্রিয় খাবারের তালিকা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বাঙালির প্রিয় খাবার খিচুড়ি খেতে ভালোবাসেন প্রধানমন্ত্রী। তিনি মায়ের হাতে তৈরি খিচুড়ি খেতেন। এছাড়া ধোকলা, মাশরুমের মতো খাবারও পছন্দ করেন প্রধানমন্ত্রী। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মাশরুম -ধোকলা, মোদীর জন্মদিনের আগে ছবিতে দেখুন কী কী খেতে পছন্দ করেন প্রধানমন্ত্রী

২. উৎসবের মরসুমে সরকারি কর্মীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীরা দুর্গাপুজোর আগেই চলতি মাসের বেতন পেয়ে যাবেন। ২৬ সেপ্টেম্বর তাঁদের বেতন হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলার মানুষের মন জয় করতে চাইছেন। এই কারণেই পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতনের ব্যবস্থা করছে কেন্দ্র।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পুজোর আগে হাতে কড়কড়ে নোট! সরকারি কর্মীদের আগ্রিম বেতন ২৬ সেপ্টেম্বর

৩. মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ১০ তলা ভবন তৈরি করতে খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। এই ভবনে ১৩১টি কেবিন থাকছে। বেসরকারি হাসপাতালের চেয়ে অনেক কম খরচে ভালো পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এসএসকেএম হাসপাতাল: নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, থাকছে রোবোটিক সার্জারি

৪. তিন বছর পর দুর্গাপুজোর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থর জামিনের আবেদন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেই জেল থেকে ছাড়া পেয়ে যাবেন পার্থ। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- SSC গ্রুপ সি মামলায় ৯০০০০ টাকার বন্ডে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, অপেক্ষা জেল মুক্তির

৫. আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের মন জয় করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে ২,১০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন মমতা! কী হতে চলেছে? জেনে নিন বড় খবর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।