বাংলার মানুষের জন্য 'দিদির সুরক্ষা কবচ', কিভাবে মিলবে সুযোগ-সুবিধা রইল বিস্তারিত

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর তৃণমূলের। নজরুল মঞ্চে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির সুচনা। ‘দুয়ারে সরকারের আরেক রূপ দিদির সুরক্ষা কবচ। অনেক সময় নানা অভিযোগ পার্টি স্তর থেকে আসে। কারণ, ৭৫-৮০ শতাংশ পঞ্চায়েত তো আমাদের আছে।’

/ Updated: Jan 02 2023, 08:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর তৃণমূলের। নজরুল মঞ্চে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির সুচনা। 'দুয়ারে সরকারের আরেক রূপ দিদির সুরক্ষা কবচ। অনেক সময় নানা অভিযোগ পার্টি স্তর থেকে আসে। কারণ, ৭৫-৮০ শতাংশ পঞ্চায়েত তো আমাদের আছে। সেখানে কোন পঞ্চায়েত কী করতে পেরেছে, কতটা করতে পেরেছে, কী পারেনি, এটা ক্ষোভ উগরে দেওয়ার জন্য নয়। কিন্তু মানুষের কথা মানুষ বলতে পারে' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।