- Home
- West Bengal
- Kolkata
- গণেশ প্রতিমা বিসর্জনে চক্ররেলে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কোন ট্রেনগুলি? জানুন এক ক্লিকে
গণেশ প্রতিমা বিসর্জনে চক্ররেলে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কোন ট্রেনগুলি? জানুন এক ক্লিকে
Local Train News: গণেশ পুজোর বিসর্জন উপলক্ষে সপ্তাহান্তে ফের বাতিল থাকছে এই রুটের একগুচ্ছ লোকাল ট্রেন। কোন রুটে মিলবে না পরিষেবা? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের বাতিল একগুচ্ছ ট্রেন
জানা গিয়েছে, গণেশ প্রতিমা বিসর্জন উপলক্ষে চক্ররেলের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের অনুরোধে গণেশ প্রতিমা বিসর্জনের দিনগুলিতে যাত্রী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য চক্র রেলের ট্রেন চলাচলে বিশেষ নিয়মাবলি জারি করেছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
গণেশ পুজোর বিসর্জন উপলক্ষে বাতিল ট্রেন
রেল সূত্রে খবর, ২৮ অগাস্ট ২০২৫ (বৃহস্পতিবার)
২৯ অগাস্ট ২০২৫ (শুক্রবার)
৩০ অগাস্ট ২০২৫ (শনিবার)
৩১ অগাস্ট ২০২৫ (রবিবার)
এই দিনগুলোতে চক্ররেলের একাধিক ট্রেন আংশিকভাবে বাতিল বা পরিবর্তিত পথে চলবে।
কলকাতা সংক্ষিপ্ত যাত্রা সমাপ্তি
আরও জানা গিয়েছে, ৩০৯৩১, ৩০৯৩৭, ৩১০১১ নম্বর ট্রেন বাসুলিয়া, মাদারিহাট, লোকাল টালা হয়ে টালায় গিয়ে শেষ হবে। ৩০৯৩৫, ৩১০০৫ নম্বর ট্রেন সোনাইটি–বালিগঞ্জ জংশন হয়ে লোকাল টালা গিয়ে থামবে। ৩০৯৩৬, ৩১০০৮, ৩১০১২ নম্বর ট্রেন টালা থেকে লোকাল টালা হয়ে শিয়ালদহে যাবে। ৩০৩২৮ নম্বর ট্রেন সোনাইটি–মাদারিহাট–লোকাল টালা হয়ে শিয়ালদহ পৌঁছাবে।
বালিগঞ্জ জংশন থেকে পরিবর্তিত পথে চলাচল
৩০৩৬০ নম্বর ট্রেন বালিগঞ্জ জংশন থেকে মাদারিহাট পর্যন্ত পরিবর্তিত পথে চলবে। মাদারিহাট থেকে পরিবর্তিত পথ (কাকুরগাছি রোড হয়ে)। ৩০৩৬৭ নম্বর ট্রেন মাদারিহাট–দক্ষিণপুর লোকাল পরিবর্তিত পথে চলবে। বালিগঞ্জ জংশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এই ট্রেনগুলি- ৩০৩১১২ নম্বর ট্রেন ব্যারাকপুর–মাদারিহাট থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে।
ট্রেন পরিষেবা বাতিল:- ৩০৪১৬ নম্বর শিয়ালদহ–বিবাদিবাগ (লোকাল)।
৩০৪১৫ নম্বর বিদ্যাবাগ–বাকুড়গাছি (লোকাল)।
অতিরিক্ত ট্রেন চালানো হবে
শিয়ালদহ থেকে রাত ৯টা ১০ মিনিটে ছাড়বে শিয়ালদহ–বাকুড়গাছি স্পেশাল (৩০৪৩১)। বালিগঞ্জ জংশন থেকেও ছাড়বে ৩০৪৩৬ নম্বর বিদ্যাবাগ–বাকুড়গাছি লোকাল। পূর্ব রেল যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছে, ভ্রমণের আগে নির্দিষ্ট তারিখে সংশোধিত সময়সূচি দেখে নিতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়।

