- Home
- West Bengal
- Kolkata
- দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
IndiGo Flight Delay Update: দেশজুড়ে চরম অব্যবস্থা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিপর্যের জেরে সমস্যায় কয়েক লক্ষ যাত্রী। গন্তব্যে পৌঁছতে না পেরে ঘন্টার পর ঘন্টা আটকে বিমানবন্দরে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

IndiGo বিমান বিপর্যয়
শুক্রবার রাত পেরিয়ে শনিবার ভোর। এখনও অব্যাহত ইন্ডিগোর বিমান পরিষেবায় জটিলতা। কবে ঠিক হবে পরিস্থিতি সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে পরপর বিমান বাতিলে কলকাতা সহ দেশের বিভিন্ন বিমান বন্দরে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। যাত্রীদের ক্ষোভের মুখে ইন্ডিগো কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দরেও অব্যবস্থা
ইন্ডিগোর উড়ানের সমস্যার ঢেউ আছড়ে পড়ল কলকাতা বিমানবন্দরেও। বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, সারারাত অপেক্ষা করার পরেও নির্দিষ্ট উড়ান পাননি। এমনকী, বিমান সংস্থার পক্ষ থেকে কোনওরকম সাহায্য করা হয়নি। কখন উড়ান পাওয়া যাবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। খাবার বা পানীয় জল দিয়েও সাহায্য করা হয়নি।
শুক্রবার রাত থেকে বিমানের অপেক্ষায় যাত্রীরা
ইন্ডিগোর বেশিরভাগ উড়ানেই বিলম্ব হচ্ছে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তার ওপর যাত্রীদের আরও অভিযোগ, সময়মতো বিমানের আপডেট না দেওয়ায় ঘন্টার পর ঘন্টা বিমান বন্দরে এসে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। একের পর এক উড়ান বাতিলে গন্তব্যে পৌঁছনো নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনকি কবে এই পরিস্থিতি ঠিক হবে সেই বিষয়ে ইন্ডিগো-র তরফেও পরিস্কার ভাবে কোনও কিছু ঘোষণা বা বিবৃতি জারি করা হয়নি।
বাতিল বহু বিমান
সূত্রের খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত (এই প্রতিবেদব লেখা পর্যন্ত) অন্তত ১০০০-রও বেশি বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। উড়ান সংস্থার তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলেও এখনও কাটেনি অচলাবস্থা। কেন এই অব্যবস্থা সেই বিষয়ে কিছু জানা না গেলেও রাতভর বিমানের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্য়ে বাড়ছে ক্ষোভের আগুন। উড়ান সংস্থার বিরুদ্ধে ফুঁসছেন তিতিবিরক্ত যাত্রীরা।
কখন ঠিক হবে পরিষেবা?
ইন্ডিগো উড়ান সংস্থার বিমান পরিষেবা ঠিক কবে নাগাদ বা কতক্ষণে স্বাভাবিক হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে যাত্রীদের অবগত এবং পরপর বিমান বাতিলের জন্য দুঃখ প্রকাশ করে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করেছে এই উড়ান সংস্থা কর্তৃপক্ষ।
Government of India has decided to institute a high-level inquiry into IndiGo service disruption, says the Ministry of Civil Aviation.
The inquiry will examine what went wrong at IndiGo, determine accountability wherever required for appropriate actions, and recommend measures… pic.twitter.com/vKq19pLMIu— ANI (@ANI) December 5, 2025

