সংক্ষিপ্ত
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে চাইছেন না ইডির আধিকারিকরা। বিশেষ নিয়ম চালু করেছেন তাঁরা। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সামনেই মন্ত্রীর জন্য আনা খাবার খেয়ে দেখছেন মন্ত্রীর জন্য সিজিওতে খাবার নিয়ে আসা তাঁর বাড়ির লোক।
হাইকোর্টের নির্দেশ ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য বাড়ি থেকেই খাবার যাবে। ডায়াবেটিসের রোগী মন্ত্রী জ্যোতিপ্রিয়। রক্তে শর্করার পরিমাণ বেশি তাঁর। নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন। ওষুধও খান। আদালতে সে কথা জানিয়েওছিলেন মন্ত্রী। সেই সঙ্গে বলেছিলেন, চিকিৎসক তাঁকে প্রতিদিন ১০ হাজার পা হাঁটতে বলেছেন। তাই জ্যোতিপ্রিয়ের পরিবার তাঁর জন্য বাড়ি থেকে খাবার পাঠানোর আর্জি জানায়, তখন ইডির আপত্তি সত্ত্বেও সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।
তবে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে চাইছেন না ইডির আধিকারিকরা। বিশেষ নিয়ম চালু করেছেন তাঁরা। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সামনেই মন্ত্রীর জন্য আনা খাবার খেয়ে দেখছেন মন্ত্রীর জন্য সিজিওতে খাবার নিয়ে আসা তাঁর বাড়ির লোক। তার পরে সেই খাবার যাচ্ছে সিজিওতে বন্দি মন্ত্রীর কাছে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঠিক এক সপ্তাহ আগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। যদিও তাঁকে তারা হেফাজতে পেয়েছেন মঙ্গলবার রাত থেকে। সেখানে গত ৪৮ ঘণ্টায় বাড়ির খাবারই খেয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন- Jyotipriya Mallick: অবশেষে হাসপাতাল থেকে ছুটি জ্যোতিপ্রিয়র, সোমবার থেকেই শুরু ১০ দিনের ইডি হেফাজত
গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকেই মন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। তবে গ্রেফতার হলেও মন্ত্রীর ইডি হেফাজত তখন শুরু হয়নি। শুনানি চলার সময়েই মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। বিচারক জানিয়ে দেন, জ্যোতিপ্রিয় সুস্থ হয়ে ফিরলে তবেই শুরু হবে ১০ দিনের ইডি হেফাজত। চার দিন পরে মঙ্গলবার রাতে মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে সিজিওতে যান ইডির গোয়েন্দারা। এরপর থেকে বাড়ির আনা খাবারই খাচ্ছেন মন্ত্রী। তবে ইডির বেঁধে দেওয়া নিয়ম মেনে।
আরও পড়ুন- ভোটার তালিকা সংশোধন করবেন? এই তারিখ পর্যন্ত রয়েছে সুযোগ, জেনে নিন কোথায় ও কীভাবে করবেন এই কাজ
বাড়ির খাবার আনার প্রশ্ন তারা আগেও আদালতে বলেছিল মন্ত্রীর খাবারের দিকে নজর রাখবে ইডি। ডায়াবেটিস রোগীদের যে খাবার দেওয়া হয়, ইডি হেফাজতেও সেই খাবারই দেওয়া হবে মন্ত্রীকে। কিন্তু শেষ পর্যন্ত আদালত সেই আর্জি না মানলেও ইডি সতর্ক। মন্ত্রীর কাছে পৌঁছনো একটি খাবারের দানাও পরীক্ষা না করে পৌঁছে দিতে নারাজ তারা। তাই সেভাবেই খাবার দেওয়া চলছে জ্যোতিপ্রিয় মল্লিককে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।