সংক্ষিপ্ত
G-20 বৈঠকে বিশ্বব্যাঙ্ক, মনিটারি-এর উর্ধ্বতন কর্মকর্তা-সহ ১২জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভাষণ দেবেন। সিঙ্গাপুর, ফ্রান্স আর এস্তোনিয়া কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন মঞ্চে।
আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে G-20র প্রথম গ্রোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়া ইনক্লুশন সভা। সোমবার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন নেদারল্যান্ডের রানী মেক্সিমা। তিন দিনের বৈঠকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্ত, রেমিট্যান্স খরচ ও এসএমই ফাইন্যান্স প্রাপ্যতার বিষয়ে নিয়ে আলোচনা হবে হবেই কর্মকর্তারা জানিয়েছে।
এদিনের G-20 বৈঠকে বিশ্বব্যাঙ্ক, মনিটারি-এর উর্ধ্বতন কর্মকর্তা-সহ ১২জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভাষণ দেবেন। সিঙ্গাপুর, ফ্রান্স আর এস্তোনিয়া কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন মঞ্চে। এদিনের অনুষ্ঠানে ভারতের হয়ে উপস্থিত থাকার কথা রয়েছে ইউনিক অইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এর সিইও সৌরভ গর্গ ও ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) এমডি ও সিইও দিলীপ আসবের।
সোমবারের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তিন সদস্য দেশের প্রতিনিধিদের সামনে পশ্চিমবঙ্গকে বিনিয়োগের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে প্রচার করার এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বলেও জানিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রায় ১৮০০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকবে। তারা ডিজিটাল আর্থিক সাক্ষরতার উপর সিম্পোজিয়াম প্রদর্শনী ও একটি ঘরোয়া প্রচারমূলক অনুষ্ঠান করবে।
আগত প্রতিনিধিদের জন্য কড়া নিরাপত্তায় সভার জন্য শহর সাজানো হয়েছে। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নদীপথে ভ্রমণ এবং নৈশভোজের পরিকল্পনা করা হয়েছে।
ভারত নভেম্বরে বালিতে তার বার্ষিক শীর্ষ সম্মেলনে G20-এর সভাপতিত্ব গ্রহণ করেছিল, যাতে গ্রুপিং নতুন ধারণাগুলি কল্পনা করতে এবং চাপের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি বিশ্বব্যাপী প্রধান প্রবর্তক হিসাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছিল।
৯ জানুয়ারি রাজ্য সরকার অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছে। গঙ্গাবক্ষের একটি ক্রুজে হবে নৈশভোজের আসর। বিদেশী অতিথিদের কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।
পরের দিন ১০ জানুয়ারি নৈশভোজ হবে নিউটাউনে। ১১ জানুয়ারি কলকাতার স্ট্রিটফুডের সঙ্গে বিদেশী অতিথিদের পরিচয় করিয়ে দেবে রাজ্যের প্রতিনিধিরা। ভিক্টোরিয়া মেমোরিয়ানের পাশে ফাঁকা জায়গায় ফুড প্যাভেলিয়নের ব্যবস্থা করা হয়েছে। শহরের হকাররা সেখানে তাদের নানা ধরনের খাবারে পসরা সাজিয়ে বসতে পারবেন। এখানে বিদেশী প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবান্ন সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ে কাছে এখনও কোনও আমন্ত্রণপত্র আসেনি।
দ্বিতীয় দফায় জি-২০ বৈঠক ফের হবে ফেব্রুয়ারিতে। ৮ ও ৯ ফেব্রুয়ারির বৈঠকে বিজ্ঞাণ গবেষণা নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা হবে। সদস্যদেশগুলি আলোচনা সভায় অংশ নেবে। তৃতীয় দফার বৈঠক হবে এপ্রিলে। ৩-৫ এপ্রিল দার্জিলিং-এর মেফেয়ার হোটেলে হবে পর্যটন সম্মেলন।
আরও পড়ুনঃ
G-20 Kolkata: জি-২০র প্রথম বৈঠকের জন্য প্রস্তুত কলকাতা, সেজে উঠেছে তিলোত্তমা
এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ, শঙ্কর মিশ্রর ১৪ দিনের জেল হেফাজত
DJ বাজানোর প্রতিবাদ, মালদায় বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে