সংক্ষিপ্ত

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

চাতকের অপেক্ষা শেষে নামবে বৃষ্টি। অবশেষে সুখবর। আলিপুর আবহাওয়া দফতর জানাল সে আসছে। কিন্তু কবে! হাওয়া অফিস বলছে আগামী পরশু ঝেঁপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে। রাজ্যের প্রত্যেকটা জেলায় বৃষ্টিসহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৫ মে। তার পাশাপাশি কমতে চলেছে পশ্চিমা বাতাসের দাপট। আগামী ৭ই মে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ৪ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি, বুধবার ৪২ ডিগ্রি। আর আজ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার তাপমাত্রা। অবশেষে ৪০ ডিগ্রির নীচে নামলো। বিগত ৫ দিনের অনুপাতে রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা আজ কিছুটা নিম্নগামী বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত।

হাওয়া অফিসা জানিয়েছিল চলতি সপ্তাহেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। আর জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে রবিবার অর্থাৎ ৫ মে থেকে দিনের বেলায় দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।