সংক্ষিপ্ত

চলতি বছর শীতকালেই ভয়ঙ্কর তুষারপাত হবে কলকাতায়! বরফে ঢেকে যেতে পারে গোটা রাজ্য? জেনে নিন

এবার তুষারপাত হবে কলকাতায়! ভয়াবহ শীত নামবে শহর জুড়ে। সামনে এল এমনই এক ভয়ংকর তথ্য। কোনওবারেই শীত সেই রকম ভয়াবহ একটা পড়ে না। ডিসেম্বর ও জানুয়ারির শীতটাও বেশ আরামদায়ক হয়। কিন্তু এবার তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। চলতি বছর হিমাঙ্কের নিচে চলে যেতে পারে কলকাতার তাপমাত্রা। একেবারে তুষারপাতের মতো অবস্থা তৈরি হতে পারে শহরে।

দিল্লির মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আমাদের উপর মারাত্বক প্রভাব ফেলতে চলেছে লা নিনা। লা নিনার প্রভাবেই রাজ্যে আর্কটিক তুষারের মতো ঠান্ডা পড়বে। শীতকালে তীব্র তাপমাত্রার পতনের সম্ভাবনা সংকেত দেয় লা নিনা। তাই খুব তাড়াতাড়ি তুষারে ঢেকে যেতে পারে আপনার-আমার প্রিয় কলকাতা।

মহাসাগরের পরিস্থিতি পরিবর্তন করে আবহাওয়া চরমপন্থী করে তোলে এলনিনো ও লা নিনা। এল নিনোতে গরম ও অতিবৃষ্টি ও লা নিনা তে তীব্র শীতের সৃষ্টি হতে পারে। ২০২৪ সালের শীতে লা নিনার কারণেই হাড় কাঁপানো ঠান্ডা দেখা যাবে সারা দেশে।

এপ্রিল থেকে জুনের মধ্যে শুরু হয় লা নিনা এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। এই কারণেই ভয়ঙ্কর শীত পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাই এই বছর এই নতুন শীতের জন্য প্রস্তুত থাকতে হবে। তুষারপাতের জন্য তৈরি থাকতে হবে সকলকেই। তবে আদৌ বরফ পড়বে কি না তা নিয়ে নিশ্চিত কোনও খবর নেই। তবে যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

                               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।