- Home
- West Bengal
- Kolkata
- প্রতিবাদের আগুনে জনস্রোত ধর্মতলায়! শহরের বুকে ঐতিহাসিক 'দ্রোহের কার্নিভাল', দেখুন ছবিতে
প্রতিবাদের আগুনে জনস্রোত ধর্মতলায়! শহরের বুকে ঐতিহাসিক 'দ্রোহের কার্নিভাল', দেখুন ছবিতে
- FB
- TW
- Linkdin
দ্রোহের আগুনে সরে গেল ব্যারিকেড
কার্যত জনস্রোত ধর্মতলায়। মহানগরীর রাস্তায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রতিবাদ।
দূরদূরান্ত থেকে মানুষ আসছেন
স্লোগানে, গানে এবং নাচে মুখর রাজপথ।
মানুষের গলায় শিকল ভাঙার গান
প্রতিবাদের এই মিছিলে শামিল হয়েছেন প্রতিবাদী জনতা।
আন্দোলনকারীরা ওড়ালেন কালো বেলুন
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি এবং তাদের ‘আমরণ অনশন’-কে সমর্থন জানিয়ে চলছে ‘দ্রোহের কার্নিভাল’। সেইসঙ্গে, সবার গলায় একটাই দাবি, ‘তিলোত্তমা’-র বিচার চাই।
একজন আন্দোলনকারী বললেন,
“এর চেয়ে বড় কার্নিভাল আর কিছু হয় না। মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল আমাদের কার্নিভালে আসা।”
ঢাক বাজছে এবং সেই ঢাকের তালে তালে নাচছে জনতা
কার্যত, পুজোর কার্নিভালকে টক্কর দিচ্ছে ‘দ্রোহের কার্নিভাল’।
ঢাকের তালে চলছে স্লোগান
স্লোগান উঠছে, ‘শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন’।
দেখা যাচ্ছে কুশপুতুলও
দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলছে প্রতিবাদী জনতা। ইতিহাস তৈরি হচ্ছে কলকাতায়।
পুলিশের সঙ্গে বচসা
আচমকাই মানববন্ধনের মাঝে ঢুকে পড়ে বেশ কয়েকটি গাড়ি। আর এরপরেই শুরু হয় বচসা। ডিসি সেন্ট্রাল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, মানববন্ধন কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ইচ্ছে করেই এমনটা করা হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে 'দ্রোহের কার্নিভালে'
প্রতিবাদী জনতা মঙ্গলের বিকেলে কোনও বাধাই মানেনি।