পুজোয় বাইক আরোহীদের তাণ্ডব রূখতে তৎপর কলকাতা পুলিশ, জালে কতজন? রইল তালিকা
পুজোর দিনগুলিতে কলকাতায় বাইকের তাণ্ডব রুখতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত হেলমেট না পরা, বেপরোয়া গতি এবং মদ্যপান করে গাড়ি চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে হাজার হাজার মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুজোর সময় বাঁধব ছাড়া জীবন কাটাতে চান অনেকে। এই কটা দিন চেনা ছকের বাইরে বেরিয়ে এমন অনেক কিছু করে থাকেন যাতে তারাই পড়েন বিপদে। ঠিক যেমন পুজোর কদিন অনেকেরই চোখে পড়েছে বাইকের তাণ্ডব। হেলমেট ছাড়া বাইক চালানো থেকে উচ্চ গতিতে বাইক চালান থেকে থেকে চালাতে দেখা গিয়েছে অনেককে। এতে বেড়েছে দুর্ঘটনা সম্ভাবনা।
যদিও কোনও মৃত্যুর কোনও খবর আসেনি। আহত হয়েছেন বেশ কয়েকজন। এবার এই বাইক আরোহীদের তাণ্ডপ রূখতে আগেই সতর্ক হয়েছিল প্রশাসন। সজাগ ছিল পুলিশ আধিকারিককরা।
সূত্রের খবর, চতুর্থ থেকে অষ্টমী শুধু হেলমেট না পরার কারণে ৩২৩১ জনকে ধরা হয়েছে। বাইকে ২জন বেশির আরোহন জন্য ১২৪০ জন ধরা পড়েছে।
পুজোর দিনগুলো রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বাইকের দাপট। উচ্চ গতিতে চলেছে বাইক। মাত্রা হীন গতিতে, বেপরোয়াভাবে বাইক কিংবা স্কুটি চালানোর অভিযোগ ৫৬৮ জন ধরা পড়েছে।
তেমনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রায় ৫০৪ জন ধরা পড়েছে। ট্রাইক আইন লঙ্ঘনের কারণে ৭৪১ জন ঘরা পড়েছে। অভব্য আচরণের কারণে কলকাতার বিভিন্ন জাগয়া থেকে ৩৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাইক আইন লঙ্ঘন করায় চতুর্থী থেকে অষ্টমীর মধ্যে ৬২৮৪ জনের বিরুদ্ধ পুলিশ আইনী ব্যবস্থা নিয়েছে।
