- Home
- West Bengal
- Kolkata
- Aditya-L1 Solar Mission: শনিবার আদিত্য-এল ১ উৎক্ষেপণ, তৈরি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম
Aditya-L1 Solar Mission: শনিবার আদিত্য-এল ১ উৎক্ষেপণ, তৈরি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম
চাঁদের দক্ষিণ মেরুতে এখন অনুসন্ধান চালাচ্ছে 'প্রজ্ঞান'। এরই মধ্যে এবার সূর্যর উদ্দেশে রওনা হচ্ছে আদিত্য-এল ১। ইসরোর বিজ্ঞানীরা এই অভিযানের প্রস্তুতিতে ব্যস্ত। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এই অভিযান সরাসরি দেখানো হবে।
| Published : Aug 31 2023, 07:50 PM IST
- FB
- TW
- Linkdin
আদিত্য-এল ১ উৎক্ষেপণের জন্য তৈরি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম
শনিবার সকালে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে সরাসরি দেখানো হবে আদিত্য-এল ১ অভিযান। শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে প্রস্তুতি চলছে জোরকদমে
আদিত্য-এল ১ অভিযান উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এখন আদিত্য-এল ১-এর মডেল তৈরির কাজ চলছে।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এখন ব্যস্ততা তুঙ্গে
আদিত্য-এল ১ মহাকাশযানের পাশাপাশি সূর্যের মডেলও তৈরি করা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে।
চন্দ্রযান ৩ অভিযানের সাফল্যের পর এবার আদিত্য-এল ১ নিয়েও আশাবাদী ইসরো
শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম সূর্য অভিযানের সূচনা হবে।
আদিত্য-এল ১ অভিযানের প্রস্তুতিতে কোনও সমস্যা দেখা যায়নি, জানিয়েছে ইসরো
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আদিত্য-এল ১ অভিযানের মহড়া ভালোভাবেই হয়েছে। সবকিছু ভালোভাবে পরীক্ষা করে দেখে নেওয়া হয়েছে।
সৌরঝড় ও সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশে পরীক্ষা চালাবে আদিত্য-এল ১
সূর্যের যতটা সম্ভব কাছাকাছি গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাবে আদিত্য-এল ১। সেভাবেই তৈরি করা হয়েছে এই মহাকাশযান।
আদিত্য-এল ১ অভিযানে সূর্যের অনেক রহস্যই উদঘাটিত হবে, আশাবাদী ইসরো
ইসরোর বিজ্ঞানীরা আশাবাদী, আদিত্য-এল ১ অভিযানের মাধ্যমে সূর্যের গঠন, পৃথিবীর আবহাওয়ার উপর সূর্যের প্রভাবের বিষয়ে অনেক তথ্য জানা যাবে।
সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেখানে মিলিত হচ্ছে, সেখানে পৌঁছে যাবে আদিত্য-এল ১
মহাকাশের যে অংশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি মিলিত হচ্ছে, সেই জায়গাটি 'এল ১' নামে পরিচিত। সেখানে গিয়েই পরীক্ষা চালাবে আদিত্য এল-১।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে আদিত্য-এল ১ মহাকাশযান, জানিয়েছে ইসরো
পুণের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-সহ বিভিন্ন দেশীয় প্রতিষ্ঠান আদিত্য-এল ১ অভিযানে অবদান রেখেছে।
আদিত্য-এল ১-কে মহাকাশে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে দেবে পিএসএলভি-সি ৫৭
আদিত্য-এল ১ মহাকাশযানে থাকছে ৭টি বিশেষভাবে নির্মিত পেলোড। সূর্যের বিভিন্ন দিক পরীক্ষা করার জন্য এই পেলোডগুলি ব্যবহার করা হবে।