- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: ভ্যাপসা গরমে ঘুম ভাঙল বাংলার, অস্বস্তি থেকে মুক্তি কবে? দেখে নিন আবহাওয়ার আপডেট
Weather Update: ভ্যাপসা গরমে ঘুম ভাঙল বাংলার, অস্বস্তি থেকে মুক্তি কবে? দেখে নিন আবহাওয়ার আপডেট
- FB
- TW
- Linkdin
ভোর থেকেই ভ্যাপসা গরমে ঘুম ভাঙল শহরবাসীর। বেশ কিছু জেলায় আবহাওয়ার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরেই প্রবল গরমে নাজেহাল অবস্থা বাংলার। তাপমাত্রা খুব বেশি না থাকলেও আদ্রতাজনিত অস্বস্তির কারণে বাড়ছে সমস্যা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যদিও আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কয়েক পশলা বৃষ্টিতে অস্বস্তি কতটা কমবে সেই প্রশ্ন থাকছেই।
তবে তাপমাত্রায় বিশেষ বদল আসেনি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রায় বদল না এলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮% শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের আবহাওয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যেতে পারে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।