বন্দে ভারতের সামনে মুখ্যমন্ত্রী দাঁড়াতেই ভেসে এল জয় শ্রীরাম স্লোগান, ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বন্দে ভারত এক্সপ্রেসের সামনে মুখ্যমন্ত্রী দাঁড়াতেই ভেসে এল 'জয় শ্রীরাম' ধ্বনি। মমতাকে দেখেই 'জয় শ্রীরাম' ধ্বনি। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। ২৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ভেসে আসল জয় শ্রীরাম স্লোগান।
বন্দে ভারত এক্সপ্রেসের সামনে মুখ্যমন্ত্রী দাঁড়াতেই ভেসে এল 'জয় শ্রীরাম' ধ্বনি। মমতাকে দেখেই 'জয় শ্রীরাম' ধ্বনি। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। ২৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ভেসে আসল জয় শ্রীরাম স্লোগান। পরিস্থিতিতে দৃশ্যতই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারিত মঞ্চে না গিয়ে দাঁড়িয়ে পড়েন ট্রেনের সামনেই। পরিস্থিতি দেখে মঞ্চ থেকে নেমে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এসে মুখ্যমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।