- Home
- West Bengal
- Kolkata
- Iskcon Rathyatra 2025: কিউআর কোড স্ক্যান করলেই মিলবে রথের তাৎক্ষণিক অবস্থান, নয়া উদ্যোগ ইসকনের
Iskcon Rathyatra 2025: কিউআর কোড স্ক্যান করলেই মিলবে রথের তাৎক্ষণিক অবস্থান, নয়া উদ্যোগ ইসকনের
Iskcon Rathyatra: রথের দিন জগন্নাথদেব দর্শনে ইসকনের অভিনব উদ্যোগ। শুক্রবার দুপুর ১২টা থেকেই রথে দর্শন দেবেন জগন্নাথ প্রথু। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রথেই জগন্নাথদেব দর্শন
শুক্রবার রথযাত্রা। জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ধুমধাম উৎসব চারিদিকে। সেজে উঠেছে কলকাতার ইসকনের জগন্নাথের রথও। এবার রথে বসেই দর্শন দেবেন জগন্নাথদেব। শুক্রবার দুপুর ১২টা থেকেই দর্শন মিলবে প্রভুর।
ইসকনের রথে প্রযুক্তির আমদানি
এই বছর রথযাত্রা উপলক্ষে নয়া প্রযুক্তির আমদানি করেছে কলকাতার ইসকন মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসকন। প্রতিবছরের মতো এবারও ইসকনের রথ কলকাতার আলবার্ট রোডের মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে তা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ হবে।
রথে কিউআরকোড
জানা গিয়েছে, ভক্তদের সুবিধার্থে এই বছর ইসকনের রথে থাকছে কিউআর কোড। যা স্ক্যান করলেই মিলবে রথের তাৎক্ষণিক অবস্থান। কোথায় রয়েছে রথ তা জানতে পারবেন পূণ্যার্থীরা। ইসকনের ওয়েবসাইটেই মিলবে এই কিউআর কোড।
ইসকনের রথে নেই মমতা
দীঘার রথযাত্রা উপলক্ষে বুধবারই দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারফলে এই বছর কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে থাকতে পারছেন না তিনি। তবে জানা গিয়েছে, আগামী ৩ জুলাই উল্টোরথের মেলায় ইসকনে যোগ দেবেন তিনি।
ইসকনের রথের রুট
ইসকন কর্তৃপক্ষ সূত্রে খবর, এই বছর জগন্নাথদেবের রথ বেরবে দুপুর ১টায় অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে। তারপর তা যাবে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপিএম রোড, এটিএম রোড, চৌরঙ্গি রোড, এক্সাইড ক্রসিং, জেআল নেহেরু রোড, আউটরাম রোড ধরে শেষ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
ইসকনের রথে সুখোই ৩০-এর চাকা
এই বছর ইসকনের জগন্নাথদেবের রথে থাকছে যুদ্ধবিমান সুখোই-৩০ এর চাকা। এই চাকায় ভর করেই রথ নিয়ে এগিয়ে যাবেন জগন্নাথদেব। ফলে স্বাভাবিক ভাবেই রথ নিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইসকনের রথে এবছরও কলকাতার রাস্তায় দেখা মিলবে অসংখ্য বিদেশি ভক্তদের।
এতদিন চলত বোয়িং-এর চাকায়
১৯৭৭ সাল থেকে এতবছর পর্যন্ত ইসকনের রথে ব্যবহার করা হত বিখ্যাত বোয়িং ৭৪৭ বিমানের চাকা। এতবছর ধরে বিশ্বস্ততার সঙ্গে ব্যবহারের পর ২০২৫ সালের রথে বদলে ফেলা হল সেই চাকা। এবার জগন্নাথদেব চড়বেন ভারতের সামরিক শক্তির গর্ব যুদ্ধবিমান সুখোই-৩০ এর চাকা দিয়ে তৈরি রথে।
কতদিন পর্যন্ত চলবে রথের মেলা
এই বিষয়ে এসকন কর্তৃপক্ষ সূত্রে খবর, ২৭ জুলাই থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত কলকাতা ময়দানে চলবে রথের মেলা। সেইসঙ্গে থাকবে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কীর্তন।

