বুধবার রাত যেন কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে। আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছেন সমাজের বিভিন্ন অংশের মহিলারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “মেয়েরা রাত দখল করো।”

বুধবার রাত যেন কার্যত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে। আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছেন সমাজের বিভিন্ন অংশের মহিলারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “মেয়েরা রাত দখল করো।”

আর এই কর্মসূচির জন্য এবার বিশেষ মেট্রোর ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। দমদম এবং কবি সুভাষ, এই দুটি স্টেশন থেকেই বিশেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়।

অপর আরেকটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ১০.২০ মিনিটে। এই মেট্রোটিও দমদম এবং কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের জন্য সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। যাত্রীদের সহযোগিতা করার জন্য কর্মীরা তৈরি বলে জানিয়েছে কলকাতা মেট্রো। অন্যদিকে, শেষ মেট্রো চলবে রাত ১০.৪০ মিনিটেই।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “গত ২-৩ দিন ধরে আমরা মেট্রো রেল কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশন এবং নানা ব্যক্তির তরফ থেকে মেইল সহ নানা অনুরোধ পেয়েছি। আজ অর্থাৎ, ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতকে কেন্দ্র করে বিশেষ মেট্রো সার্ভিসের জন্য অনুরোধ করেছেন তারা। এই ভিড়কে আমরা আন্দাজ করে কিছু পরিবর্তন এনেছি মেট্রো সার্ভিসে।”

তিনি আরও যোগ করেন, “দমদম এবং কবি সুভাষ থেকে শেষ যে মেট্রোটি রাত ১০.৪০ মিনিটে চলে, সেটিতো চলবেই। সেখানে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে তার আগে দুটি বিশেষ মেট্রো আমরা দিচ্ছি। একটি ট্রেন দমদম এবং কবি সুভাষ, দুটি স্টেশন থেকেই ছাড়বে রাত ১০টায়।”

তাঁর কথায়, “অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি রাত ১০.২০ মিনিটে। সেটিও সব স্টেশনে দাঁড়াবে এবং দমদম ও কবি সুভাষ স্টেশন থেকেই ছাড়বে। আমাদের সব বুকিং কাউন্টার আজ খোলা থাকবে। যাতে যাত্রীদের কোনওরকম অসুবিধে না হয়।”

সবমিলিয়ে, রাতের কলকাতা মেয়েদের দখলে নিয়ে যেতে শামিল যেন কলকাতা মেট্রোও (Metro Rail)।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।