Kolkata Rooftop Restaurants: বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা! এবার শহরে বন্ধ হতে চলেছে একাধিক রুফটপ রেস্তরাঁ। জানুন আরও…                    

Kolkata Rooftop Restaurants: বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা! এবার শহরে বন্ধ হতে চলেছে একাধিক রুফটপ রেস্তরাঁ। কলকাতা পুরসভার নির্দেশে শনিবার থেকেই শুরু হয়েছে সেগুলি বন্ধের কাজ (Kolkata Rooftop Reastaurants। শহরের যে সমস্ত জায়গায় এই ধরনের রেস্টুরেন্ট-বার রয়েছে সেইসব রেস্তরাঁর মালিকদের ইতিমধ্যেই রুফটপ বন্ধের নোটিস পাঠিয়ে দিয়েছে কলকাতা পুরসভা।

বৃহস্পতিবার দীঘা থেকে ফিরেই বড়বাজারের (Burrabazar fire) অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee news)। সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখান থেকেই সাধারণ মানুষষের নিরাপত্তার খাতিরে অবিলম্বে রাজ্যের সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কারণ, কোনও হোটেল বা রেস্তরাঁয় আগুন লাগলে রুফটপ রেস্তরাঁর জন্য বিপদ আরও বাড়ে। কারণ, ছাদ বন্ধ থাকায় কেউ ছাদে যেতে পারেন না। এরফলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। তাই এই ধরনের বিপত্তি এড়াতে এবার কলকাতা (Kolkata) শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ, বার বন্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা (Kolkata municipal corporation)।

সূত্রের খবর, এই মুহুর্তে কলকাতা শহরজুড়ে বন্ধ হচ্ছে অন্তত ৮৩ নামী ছাদ রেস্তরাঁ। কলকাতা পুলিশের তরফে কলকাতা পুরসভাকে নামের তালিকা পাঠানো হয়েছে। তারপরই জারি হয়েছে রুফটপ বার-রেস্তরাঁ-ক্যাফে বন্ধের নোটিস। শনিবার থেকেই এই বিষয়ে চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর, দিকে দিকে রেস্তোরাঁগুলির বেআইনি অংশ ভাঙতে শুরু করেছে কলকাতা পুরসভা ও দমকল। শনিবারই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউজে রুফটপ ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। তারপর বিকেলে রবীন্দ্র সরোবর সংলগ্ন হোয়াটসঅ্যাপ ক্যাফে (WhatsApp Cafe) হানা দেয় পুরকর্মী ও দমকল বাহিনী। যদিও সেখানে ভাঙার কাজ শুরু করতে আসলে বাধার মুখে পড়তে হয় দমকল কর্মী ও কলকাতার পুরসভা কর্মীদের।

এক নজরে দেখে নিন শহরে কোন-কোন রুফটপ রেস্তরাঁ বন্ধ হচ্ছে (Rooftop Reastaurant News Update):-

কলকাতা পুরসভার তরফে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস দিয়েই শুরু হয়েছে এই রুফটপ ভাঙার কাজ। শনিবার শহরজুড়ে অভিযান চালায় কলকাতা পুলিশ। তারপর পুরসভাকে পাঠানো হয় শহরের বেআইনি রুফটপ রেস্তরাঁর তালিকা। এই তালিকায় যেসমস্ত রেস্টুরেন্ট-বারগুলি রয়েছে সেগুলি হল-

1. পার্ক স্ট্রিট এলাকার দ্য স্কাই স্টোরি, রুটস, অরিস, দ্য গোল্ডেন পার্ক, ড্রাঙ্কেন টেডি, স্ক্র্যাপ ইয়ার্ড, এলএমএনওকিউ-এর রুফটপ চত্বর।

2. শেক্সপিয়র থানা এলাকার ৮টি রুফটপ বার-রেস্তরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। যেমন, হ্যাশট্যাগ, সোল, অলটেরা, দ্য অ্যাসটোর, পার্ক স্ট্রিট সোশাল, কিউ এআই কিউ এআই, দ্য লর্ডস অ্যান্ড ব্যারনস, ইটিং হাউস কাম রেস্তরাঁ।

3. ভবানীপুরের ক্লাউড ট্যাভেরন, ক্লাব কলকাতা মিক্সটেপ, রোমানিয়া কানহা কনফেকশনারির ছাদের অংশ।

4. শুধু তাই নয়, টালিগঞ্জের থানা এলাকার নমনস ইন ও ক্যালোরি এইচআইসি-র রুফটপ বন্ধ করা হচ্ছে।

5. নিউ আলিপুরের জায়কা, চেতলার রুফটপ, বেলেঘাটার কিচেন কিউ স্পেশালিটি, ট্যাংরার কলকাতা ৪৬, বড়বাজারের মিস অলিভ, গিরীশ পার্কের ক্যাফে সিক্সটিনথ এয়ার কাসা, হেয়ার স্ট্রিটের মাইট কুইনস বার, নিউ মার্কেটের ব্লু অ্যান্ড বেয়ন্ড, আনন্দপুরের মনজিলাত, প্রগতি ময়দানের লা ফেলিস।

6. যাদবপুরের স্ক্র্যাপ ইয়ার্ডের রুফটপ বন্ধ হয়ে যাচ্ছে।

7. গরফার স্টেমিন মাগস, জাফরান বার, স্পাইস অফ জয়। নেতাজি নগরের আফটার নাইন বার, টি কে কে রেস্তরাঁ, রাজ রেস্তরাঁ।

8. কসবা থানা এলাকায় এখানকার ১০টি রুফটপ বার-ক্যাফে-রেস্তরাঁ বন্ধ করা হয়েছে।

9. ভিভান্ত, সিংজি ধাবা, লা ফ্লেম, এইচ টু ও নভলিটি অফ ৩৮৭, চিনি কম, মিস চিলিস।

10. মিস চিলিস, মিস সেন হোটেলস, এশিয়া কিচেন, হপ্পিপোলা, জারা-র ছাদের অংশ।

11. বেহালার দুটি-ফ্রিকশন ক্যাফে, হোটেল রয়্যাল হাইটের রুফটপ বন্ধ করে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে।

12. পর্নশ্রীর তিনটি, বেনিয়াপুকুরের দু’টি, তোপসিয়ার তিনটি, বালিগঞ্জের পাঁচটি, গড়িয়াহাটের তিনটি,

13.তিনজলার একটি রুফটপ বন্ধ করা হচ্ছে।

14. ড়েয়ার ৫টি, রবীন্দ্র সরোবরের ৬টি, এনপিপিএসের একটি রুফটপ রেস্তরাঁ বন্ধ হচ্ছে।

15. ওয়াটগঞ্জের দুটি এবং রাজাবাগানের একটি রুফটপ বন্ধ করে দেওয়ার নোটিস দিয়েছে কলকাতা পুরসভা।

প্রসঙ্গত, শহরে আর কোনও রুফ টপ রেস্তোরা থাকবে না। কলকাতা শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় বড় সিদ্ধান্ত মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন, সমস্ত বেআইনি রুফ টপ ক্যাফে যেগুলি মূলত ছাদে তৈরি করা হয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। কারণ আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বাড়ছে বিপদ। সেইমত শহরজুড়ে শুরু হয়েছে বেআইনি রুফটপ রেস্তরাঁ বন্ধ অভিযান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।