সংক্ষিপ্ত
আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের পরে কেটে গেছে ১৮ দিন । তারই মধ্যে ভাইরাল হয়েছে ৯ অগাস্ট হাসপাতালের সেমিনার রুমের একটি ভিডিও। ঘটনার ১৮ দিন পরে যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কারণ সুপ্রিম কোর্টে আগেই সিবিআই জানিয়েছে, ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরে সেই তত্ত্ব আরও জোরালো হয়েছে। শেষপর্যন্ত ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ।
মঙ্গলবার কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, ক্রাইম সিন সুরক্ষিত ছিল। তিনি বলেন সেমিনার হলের দৈর্ঘ্য ৫১ ফুট আর প্রস্থ ৩২ ফুট। দেহ উদ্ধারের পরে ঘরের ৪০ ফুট অংশ পুলিশ ঘিরে ফেলেছিল। হাসপাতাল থেকে নেওয়া সাদা কাপড় দিয়ে প্রথমে ক্রাইন সিন ঘিরে ফেলা হয়েছিল। বাকি ১১ ফুট এলাকা উন্মুক্ত ছিল। সেখানেই প্রচুর মানুষ জটলা করেছিল। ঘটনাস্থলে পুলিশ ছিল বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, ১১ ফুটের জটলার অংশ থেকেই ভিডিও শ্যুট করা হয়েছে।
তবে ভিডিও টি দেখলেই বোঝা যায় সেখান থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করার পরেই সেটি শ্যুট করা হয়েছে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে দেখা গেছে। সন্দীপ ঘনিষ্টরাতও সেমিনার হলে উপস্থিত ছিলেন। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সেই ভিডিওঃ
ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা
ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ৮ অগাস্ট গভীর রাতে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ করা হয়েছিল। মৃতদেহ উদ্ধার করা হয়েছিল পরের দিন অর্থাৎ ৯ অগাস্ট সকাল ৯টা নাগাদ। সেই দিন অর্থাৎ ৯ অগাস্ট সকালেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। কিন্তু ভিডিও দেখে অনেক নেটিজেনই প্রশ্ন তুলতে শুরু করেছে, কী করে একটি ক্রাইম সিনে এত মানুষ জটলা করতে পারে। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ পুলিশ কেন ক্রাইম সিন সিল করে দেয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।