- Home
- West Bengal
- Kolkata
- বছর শেষের আগেই যাত্রীদের জন্য দারুণ সুখবর কলকাতা মেট্রোর, পার্পল লাইনে বাড়ছে পরিষেবা
বছর শেষের আগেই যাত্রীদের জন্য দারুণ সুখবর কলকাতা মেট্রোর, পার্পল লাইনে বাড়ছে পরিষেবা
Purple Line Metro News: বছর শেষের আগেই মেট্রো যাত্রীদের জন্য রয়েছে দারুন সুখবর। পার্পল লাইনে আপ ও ডাউন শাখায় মিলবে অতিরিক্ত পরিষেবা। কবে থেকে শুরু হচ্ছে এই সুবিধা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পার্পল লাইনে বাড়ছে পরিষেবা
মেট্রো যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে পার্পল লাইনের পরিষেবা। সপ্তাহের কর্মদিবসে আরও বেশি মেট্রো পরিষেবা চালু হচ্ছে পার্পল লাইনে। পাশাপাশি পরিষেবার সময়ও বাড়ানো হচ্ছে, যা বিশেষভাবে উপকারে আসবে ইস্টার্ন রেলের মাঝেরহাট স্টেশন থেকে লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের। ফলে ট্রেন থেকে নেমেই দ্রুত মেট্রো ধরতে পারবেন এই রূটের যাত্রীরা।
কবে থেকে মিলবে এই পরিষেবা?
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন পার্পল লাইনে ৮৪টি মেট্রো পরিষেবা (৪২ আপ ও ৪২ ডাউন) চালানো হবে। আগে যেখানে ৮০টি (৪০ আপ ও ৪০ ডাউন) পরিষেবা চালু ছিল। এছাড়াও দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ০৬:৪০ — জোকা থেকে মাঝেরহাট (আগে ছিল ০৬:৫০)। এবং সকাল ০৭:০৩ মিনিটে ছাড়বে মাঝেরহাট থেকে জোকা (আগে সময় ছিল ০৭:১৪) রুটের মেট্রো।
শেষ মেট্রোর সময় কখন?
১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে আপ ডাউন লাইনে শেষ মেট্রো মিলবে রাত ২১:০৫ — জোকা থেকে মাঝেরহাট (আগে ২০:৩৬)। এবং মাঝেরহাট থেকে জোকা রুটের শেষ। মেট্রো পরিষেবা মিলবে রাত ২১:২৬ — (আগে ছিল ২০:৫৭)।
এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সময় বাড়ানোয় শিয়ালদহ বজবজ শাখার যাত্রীদের সকাল ও রাতের ব্যস্ত সময়ে যথেষ্ট সুবিধা হবে।
রবিবার মিলবে পরিষেবা?
এছাড়া জানানো হয়েছে, ২২ নভেম্বর শনিবারেও পার্পল লাইনে পরিষেবা শুরু হয়েছে। শনিবারে ২০ আপ ও ২০ ডাউন মিলিয়ে মোট ৪০টি মেট্রো চলবে। তবে রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না।
স্বস্তিতে যাত্রীরা
এদিকে বছর শেষে মেট্রোর অতিরিক্ত পরিষেবা এবং সময় বৃদ্ধির ফলে দক্ষিণ-পশ্চিম কলকাতা সহ সংলগ্ন এলাকার যাত্রীদের যাতায়াতে আরও স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে।

