সংক্ষিপ্ত
কলকাতার কোন রাস্তায় যানজট আর কোন রাস্তা ফাঁকা, তা জেনে নেওয়া ভীষণই প্রয়োজন আমজনতার কাছে।
সপ্তাহের কর্মব্যাস্ত দিনে কোন রাস্তায় ট্রাফিকের হাল কেমন তা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে বেড়িয়ে পড়েছেন নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে কোন রাস্তায় গেলে যানজট এড়ানো যাবে তাও একবার অবশ্যই জেনে নেওয়া দরকার। অন্যদিকে মঙ্গলবার শহরে কোনও মিটিং বা মিছিল থাকছে কি না সে বিষয় ধারণা রাখতে হবে। কলকাতার কোন রাস্তায় যানজট আর কোন রাস্তা ফাঁকা, তা জেনে নেওয়া ভীষণই প্রয়োজন আমজনতার কাছে।
লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে ২৯ অগাস্ট, মঙ্গলবার সকালের দিকে শহরের সর্বত্রই প্রায় যান চলাচল স্বাভাবিক। তবে আজ শহরে বেশ কয়েকটি মিটিং ও জমায়েত রয়েছে। বেলা ১০টা থেকে রানি রাসমিন অ্যাভিনিউতে একটি মিটিং হওয়ার কথা। লা ১টা নাগাদ জমায়েত হওয়ার কথা যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায়। বিকেল সাড়ে ৫টা নাগাদ ৬ নম্বর মুরুলি ধর সেন লেন থেকে বেরোবে আরও একটি মিছিল। অফিস টাইমে মিটিং ও মিছিল থাকায় যানজটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শৃঙ্খলা বজায় রাখতে বিশেষভাবে তৎপর থাকবে কলকাতা পুলিশ।
এক নজরে শহরে কোথায় কখন মিটিং-মিছিল
- সকাল ১০টা - রানি রাসমিন অ্যাভিনিউতে মিটিং।
- দুপুর ১টা - যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত।
- বিকেল সাড়ে ৫টা - ৬ নম্বর মুরুলি ধর সেন লেন থেকে মিছিল।